v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
ওয়েন চিয়া পাওয়ের সঙ্গে বুশের সাক্ষাত্ অনুষ্ঠিত
2008-08-11 11:30:45

    চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাও ১০ আগস্ট পেইচিংয়ে পৃথক পৃথকভাবে পেইচিং অলিম্পিক গেমসে অংশগ্রহণকারী মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশসহ অন্যান্য নেতৃবৃন্দের  সঙ্গে সাক্ষাত্ করেছেন।

    বুশের সঙ্গে সাক্ষাত্কালে ওয়েন চিয়া পাও আশা প্রকাশ করেন যে, মার্কিন অর্থনৈতিক প্রবৃদ্ধি ও মার্কিন ডলার স্থিতিশীলভাবে উন্নত হবে এবং চীনের পুরোপুরি ব্যবসায়ীক অর্থনৈতিক অবস্থাকে স্বীকার করবে। ওয়েন চিয়া পাও বলেন, চীন-মার্কিন দু'পক্ষ সম্মিলিতভাবে সংরক্ষণবাদী বাণিজ্য প্রতিরোধ করবে । এতে সামষ্টিক অর্থনীতির সমন্বয় এবং আন্তর্জাতিক আর্থ-বাণিজ্যিক ক্ষেত্রের যোগাযোগ জোরদার করা যাবে। বুশ বলেন, যুক্তরাষ্ট্র চীনের সঙ্গে সংলাপের  প্রতীক্ষায় রয়েছে । আরো বেশি ঘনিষ্ঠ ও আন্তরিক মার্কিন-চীন সম্পর্ককে এগিয়ে নেয়ার জন্য তিনি প্রচেষ্টা চালাতে আগ্রহী।

    গিনির প্রধানমন্ত্রী সোয়ারের সঙ্গে সাক্ষাত্কালে ওয়েন চিয়া পাও বলেন, দু'পক্ষ চীন আফ্রিকার সহযোগিতা ফোরামের পেইচিং শীর্ষ সম্মেলনের সফল বাস্তবায়ন করবে। সোয়ার বলেন , চীনের সঙ্গে সহযোগিতা জোরদার করতে গিনি আগ্রহী।

    ফিজির অস্থায়ী সরকারের প্রধানমন্ত্রী বাইনিমারামার সঙ্গে সাক্ষাত্কালে ওয়েন চিয়া পাও বলেন, ফিজির সঙ্গে বিভিন্ন ক্ষেত্রের পারস্পরিক  উপকারিতামূলক  সহযোগিতা জোরদার করতে চীন আগ্রহী। বাইনিমারামা বলেন, ফিজি অব্যাহতভাবে একচীন নীতিতে অবচিল থাকবে।

    টোংগার প্রধানমন্ত্রী ফেলেটি ভাকাউটা সেভেলের সঙ্গে সাক্ষাত্কালে ওয়েন চিয়া পাও বলেন, চীন-টোংগার সম্পর্ক অব্যাহত উন্নয়নের জন্য টোংগার সঙ্গে নতুন ধরণের সহযোগিতার উপায় খুঁজে বের করতে চীন আগ্রহী। সেভেলে বলেন, টোংগা অব্যাহতভাবে একচীন নীতিতে অবচিল থাকবে।

    ভাতুয়াতের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত্কালে ওয়েন চিয়া পাও বলেন, চীন দু'দেশের উচ্চ পর্যায়ের আদান-প্রদানের প্রবণতা বজায় রাখতে আগ্রহী। এর মাধ্যমে  চীনা শিল্পপ্রতিষ্ঠানকে ভাতুয়াতে পুঁজি বিনিয়োগের উত্সাহিত করে পারস্পরিক উপকারিতামূলক সহযোগিতা চালানো সম্ভব হবে। এতে দু'দেশের জনগণ উপকৃত হবেন।

    ফিনলান্ডের প্রধানমন্ত্রী মাট্টি ভানহানিনের সঙ্গে সাক্ষাত্কালে ওয়েন চিয়া পাও বলেন, চীন  ফিনলান্ডের সঙ্গে পারস্পরিক সম্মান এবং  উভয়ের কল্যাণের ভিত্তিতে দু'দেশের সম্পর্ককে একটি নতুন পর্যায়ে এগিয়ে নিতে  আগ্রহী।

    নেদারল্যান্ডসের প্র্রধানমন্ত্রী জ্যান পিটার বাল্কেনেন্দের সঙ্গে সাক্ষাত্কালে ওয়েন চিয়া পাও বলেন, সাম্প্রতিক বছরগুলোতে চীন ও নেদারল্যান্ডসের কৃষি , বিজ্ঞান এবং জলসেচসহ বিভিন্ন ক্ষেত্রের সহযোগিতার মাধ্যমে দু'পক্ষের কার্যকর কল্যাণ এনে দিয়েছে।চীন-নেদারল্যান্ডসের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা সম্পর্কের আরো বেশি সফলতা অর্জনের জন্য নেদারল্যান্ডসের সঙ্গে যৌথ প্রচেষ্টা চালাতে চীন আগ্রহী।

    আলবেনিয়ার প্রধানমন্ত্রী সালি বারিশার সঙ্গে সাক্ষাত্কালে ওয়েন চিয়া পাও বলেন, চীন-আলবেনিয়া সহযোগিতায় দু'দেশের জনগণের বেশি লাভবান হওয়ার জন্য আলবেনিয়ার সঙ্গে বাণিজ্য এবং পারস্পরিক পুঁজি বিনিয়োগের কার্যকর উপায় খুঁজে বের করতে চীন আগ্রহী।

    জার্মানির সাবেক প্রধানমন্ত্রী গেরহারদ শ্রোয়েদারের সঙ্গে সাক্ষাত্কালে ওয়েন চিয়া পাও বলেন, চীন জার্মানির সঙ্গে পারস্পরিক সম্মান এবং উভয়ের কল্যাণের ভিত্তিতে দু'দেশের অংশীদারি  সম্পর্ককে একটি নতুন পর্যায়ে এগিয়ে নিতে  আগ্রহী। --ওয়াং হাইমান

 


 

  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China