v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
বিদেশী শীর্ষ নেতাদের সঙ্গে হু চিন থাওয়ের সাক্ষাত
2008-08-10 16:36:19
১০ আগস্ট চীনের প্রেসিডেন্ট হু চিন থাও পেইচিং অলিম্পিক গেমসে অংশগ্রহণকারী বসনিয়া-হারজেগোভিনার প্রেসিডিয়ামের পালাক্রমিক সভাপতি হ্যারিস সিলাদিচ ও ব্রুনেইয়ের সুলতান হাজি হাসানাল বলকিয়াহসহ বিভিন্ন দেশের শীর্ষ নেতাদের সঙ্গে সাক্ষাত্ করেছেন।

হু চিন থাও বিভিন্ন দেশের নেতাদেরকে পেইচিং অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেওয়া এবং প্রতিযোগিতা দেখাকে স্বাগত জানান। তিনি বলেন, তার বিশ্বাস আন্তর্জাতিক অলিম্পিক পরিবারের সম্মিলিত চেষ্টায় পেইচিং অলিম্পিক গেমস একটি বৈশিষ্ট্যময় ও উচ্চ পর্যায়ের ক্রীড়া মহা সম্মেলন হবে।

হু চিন থাও বলেন, সাম্প্রতিক বছরগুলোতে বিভিন্ন দেশের সঙ্গে চীনের দ্বিপাক্ষিক সম্পর্কের অনেক বেশি উন্নয়ন হয়েছে। বিভিন্ন দেশের সঙ্গে দ্বিপাক্ষিক রাজনৈতিক আস্থা বাড়ার পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে বাস্তব সহযোগিতা ফলপ্রসূ হচ্ছে এবং মানুষে মানুষে যোগাযোগ দিন দিন বাড়ছে। চীন সরকার ও জনগণ বিভিন্ন দেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন পর্যায়ে এগিয়ে নিয়ে যেতে ইচ্ছুক।

সাক্ষাত্কালে বিভিন্ন দেশের নেতারা পেইচিং অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠানের উচ্ছ্বসিত প্রশংসা করেন এবং অলিম্পিক গেমসের সাফল্য কামনা করেন।

খোং চিয়া চিয়া

  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China