v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
পেইচিং অলিম্পিক গেমসের জন্য বাংলাদেশ দল চূড়ান্ত
2008-08-10 14:52:42
    পেইচিং অলিম্পিক গেমস-২০০৮-এর জন্য বাংলাদেশ দল চূড়ান্ত করা হয়েছে। ২০ জুলাই রোববার বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের(বিওএ) কার্যনির্বাহী কমিটির প্রথম সভায় এ অনুমোদন দেয়া হয়। বিওএ'র সভাপতি জেনারেল মইন উ আহমেদ সভায় সভাপতিত্ব করেন।

    সভায় জানানো হয়, আসন্ন পেইচিং অলিম্পিক গেমসে বাংলাদেশ দলের সদস্য সংখ্যা হবে ১৩জন। এদের মধ্যে ৬ জন খেলোয়াড়, ৩জন কোচ-কাম ম্যানেজার। ইয়ূথ ক্যাম্পের সদস্য ২জন। জেনারেল টীম ম্যানেজার একজন ও শেফ-ডি-মিশন বা দলনেতা একজন। এই ১৩ জন সরকারি খরচ পেইচিং অলিম্পিকে অংশ নেবেন। এজন্য সরকার ইতিমধ্যে ৩২ লাখ ২৬ হাজার টাকা বরাদ্দ দিয়েছে।

    এ ছাড়া, আমন্ত্রিত অতিথি হিসেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারি মাহবুব জামিল, সেনাবাহিনী প্রধান ও বিওএ'র সভাপতি জেনারেল মইন উ আহমেদ ও মহাসচিব কুতবউদ্দিন আহমেদ পেইচিং যাবেন।

    পেইচিংগামী বাংলাদেশ দলের শেফ-ডি-মিশন বা দলনেতা নির্বাচিত হয়েছেন, বাংলাদেশ রাইফেলসের মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ, জেনারেল টাম ম্যানেজারের দায়িত্ব পালন করবেন সদর উদ্দিন আহমেদ।

    পেইচিং অলিম্পিকে বাংলাদেশ শ্যুটিং, সাঁতার ও এথলেটিকস-এ তিনটি ইভেন্ট অংশ নেবে। বাংলাদেশ শ্যুটিং টীমের দুই খেলোয়াড় হচ্ছেন, মো. ইমাম হোসেন ও শারমিন আক্তার। শ্যুটিংয়ে কোচ হচ্ছেন মো. শোয়েবুজ্জামান।

    বাংলাদেশ সাঁতার দলের জন্য নির্বাচিত দুই সাঁতারু হলেন, মো. রুবেল রানা ও ডলি আক্তার। সাঁতারে কোচের দায়িত্বে থাকছেন এসএম ইসরাফিল।

    অ্যাথলেটিকসের অলিম্পকগামী দলে স্থান পেয়েছেন বাংলাদেশের দ্রুততম মানব মোহাম্মদ আবু আবদুল্লাহ ও দ্রুততম মানবী নাজমুন্নাহার বিউটি। আর অ্যাথলেটিকসে কোচ নির্বাচিত হয়েছেন নজরুল ইসলাম রুমি।

    পেইচিং অলিম্পিকে বাংলাদেশ ইয়ূথ ক্যাম্পের সদস্য হিসেবে যোগ দেবেন শার্লিন মঞ্জুর ও আবু হেনা মো. কাওসার জাহান। (মাহমুদ হাশি, ঢাকা থেকে)

  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China