৮ আগস্ট পেইচিং অলিম্পিকের বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি দেখতে পাবেন বাংলাদেশ দর্শকরা। শুধু উদ্বোধনী অনুষ্ঠানই নয়, পেইচিং অলিম্পিকের বেশির ভাগ খেলা সরাসরি উপভোগের সুযোগ পাবেন বাংলাদেশের ক্রীড়ামোদিরা।
বাংলাদেশের সরকারি মালিকানাধীন বাংলাদেশ টেলিভিশন বা বিটিভি'র কল্যাণে এ সুযোগ পাবেন বাংলাদেশের মানুষ। সিডনি ও গ্রিস অলিম্পিকের পর এবার পেইচিং অলিম্পিকের খেলা দেখানোর স্বত্ব ও পেয়েছে বিটিভি।
বিটিভির ক্রয়বিক্রয় সংক্রান্ত অনুষ্ঠান ব্যবস্থাপক সোহরাব উদ্দিন সরকার জানিয়েছেন, পেইচিং অলিম্পিকের খেলা প্রতিদিন সকাল ৭টায় শুরু হয় এবং ১০টা পর্যন্ত। বিটিভি বিভিন্ন ইভেন্ট যেকে বাছাই করে কিছু খেলা দেখাবে দর্শকদের।
পেইচিং অলিম্পিকের উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করবে বিটিভি। ফুটবল, হকিসহ কিছু খেলা সরাসরি এবং বাদবাকি খেলা ধারণ করে দেখানো হবে।
প্রতিদিন রাত সাড়ে আটটা ও সাড়ে ১০টায় ওই দিনের খেলার হাইলাইটস প্রচার করবে বিটিভি। (মাহমুদ হাশিম, ঢাকা থেকে) |