v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
২৯তম অলিম্পিক গেমস শুরু--৪
2008-08-08 22:39:40
    নিয়মিত পেইচিং অলিম্পিক গেমসের ওপরে চীন আন্তর্জাতিক বেতারের বিশেষ বাংলা অনুষ্ঠান শোনার জন্য আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ।

    আপনারা শুনছেন ফু ওয়া চিংচিংকে নিয়ে একটি সঙ্গিত । চিং চিং হাবাগোবা স্বভাবের একটি বড় পান্ডা । সে যেখানেই যাক না কেন সেখানকার মানুষের জন্য আনন্দ বয়ে আনে । অলিম্পিক গেমসকে স্বাগত জানানোর প্রক্রিয়ায় চীনা জনগণ বাস্তব কার্যক্রমের মধ্য দিয়ে যে আনন্দ ও আন্তরিকতা প্রকাশ করেছেন তা "মানবিক অলিম্পিক গেমসের " ধারণার প্রতিফলন ।

    ২৭ জুলাই সকালে পেইচিং অলিম্পিক পল্লী আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়েছে । উদ্বোধনী অনুষ্ঠানে অলিম্পিক পল্লীর মহা পরিচালক , চীনের জাতীয় গণ কংগ্রেসের স্থায়ী কমিটির ভাইস চেয়ারম্যান ছেন চিলি চীন সরকারের পক্ষ থেকে বিভিন্ন দেশের খেলোয়াড় ও কর্মকর্তাদের আগমনকে স্বাগত জানিয়েছেন ।

    মানুষকে ভিত্তি হিসেবে গ্রহণ অলিম্পিক পল্লীর নকসার কেন্দ্রীয় বিষয় । আমরা খুঁটিনাটি বিষয় থেকে ভিন্ন সংস্কৃতি ও ভিন্ন ধর্মবিশ্বাসী মানুষের প্রতি আন্তরিকতা ও মমত্ব দেখানোর চেষ্টা করব । আমরা আশা করি ,আপনারা এখানকার ব্যবস্থা ও সেবা পছন্দ করবেন ।

    পেইচিং অলিম্পিক পল্লী অলিম্পিক পার্কে অবস্থিত । সেখানকার পরিবেশ সুন্দর । যাতায়াত ও পরিবহন সুবিধাজনক । অলিম্পিক গেমসের প্রধান স্টেডিয়াম " বার্ড নেস্ট" থেকে মাত্র তিন কিলোমিটার দূরে । পল্লিটি আন্তর্জাতিক এলাকা ,আবাসন এলাকা এবং ব্যবস্থাপনা এলাকা-এই তিন ভাগে বিভক্ত । পল্লীটির বেশ কিছু ডিজাইনে চীনের উপাদান প্রতিফলিত হয়েছে । এ সম্পর্কে পেইচিং অলিম্পিক গেমসের সাংগঠনিক কমিটির অলিম্পিক পল্লী বিভাগের উপপ্রধান তেন ইয়াপিং জানান , বিভিন্ন দেশের খেলোয়াড়রা যাতে আরও ভালভাবে চীনের সংস্কৃতি জানতে এবং অনুভব করতে পারেন তার জন্য পল্লীতে বিশেষভাবে চায়ের দোকান রাখা হয়েছে । সেখানে ঐতিহ্যিক চা বানানোর কৌশল দেখানো হয় । স্থানীয় হস্তশিল্পকর্ম কেন্দ্রে ঘুড়ি তৈরী করা ,কাগজ কাটা,রেশমি কাপড়ে ফুল তোলাছাড়াও চীনের বৈশিষ্ট্যপূর্ণহস্তশিল্পকর্ম তৈরী করা শেখানো হয় ।

    তাছাড়া অলিম্পিক পল্লীর আন্তর্জাতিক এলাকার বৈচিত্রময় ব্যবস্থা থেকে বিদেশী খেলোয়াড়রা আন্তর্জাতিক স্তরের সেবা লাভ করবেন । যেমন , এখানকার পত্রপত্রিকার দোকান থেকে বিভিন্ন দেশের বহু ভাষার সংবাদপত্র,পত্রপত্রিকা ও বই পাওয়া যায় । বিভিন্ন দেশের সংবাদদাতাদের সাক্ষাত্কার নেওয়ার সুবিধার জন্য পেইচিং অলিম্পিক গেমসের সাংগঠনিক কমিটির সংগঠকরা কৌশলগত সমর্থন এবং জীবনযাত্রা নিশ্চিত রাখার জন্য পুংখানুপুংখভাবে ব্যবস্থা নিয়েছেন ।

    তাছাড়া অলিম্পিক ইতিহাসে পেইচিং অলিম্পিক গেমসের সাংগঠনিক কমিটি প্রথমবারের মতো তালিকাভূক্ত সংবাদদাতাদের জন্য তারবিহীন ইন্টারনেট সেবা সরবরাহ করেছে । গোটা অলিম্পিক গেমসকে তারবিহীন নেটসেবার আওতায় আনা হয়েছে । প্রথমবারের মতো ৮টি গুরুত্বপূর্ণ প্রতিযোগিতার স্টেডিয়ামে মিক্স জোনে সাক্ষাত্কার নেওয়ার জন্য অডিও-ভিডিও সেবা সরবরাহ এবং প্রথমবারের মতো বিনাব্যয়ে নেটকফি খুলে দেয় । তথ্যমাধ্যমের সেবা ক্ষেত্রে পেইচিং অলিম্পিক গেমসের সাংগঠনিক কমিটি যে প্রচেষ্টা চালিয়েছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির পেইচিং অলিম্পিক গেমসের সমন্বয় কমিটির চেয়ারম্যান হেইন ভারব্রুগেন তার প্রশংসা করেছেন । প্রধান তথ্য কেন্দ্র শুধু সংবাদদাতাদের কর্মস্থল নয় , তাদের দ্বিতীয় বাড়িও । তারা দিন রাত ২৪ ঘন্টা ধরে এখানে কাজ করে তাদের দর্শক বা শ্রোতাদের জন্য অলিম্পিক গেমসের নানা তথ্য সরবরাহ করতে পারেন । আমরা ধন্যবাদ জানাতে চাই যে , সংগঠকরা সংবাদদাতাদের জন্য প্রয়োজনীয় সব কিছু সরবরাহ করেছেন এবং সাফল্যের সঙ্গে জায়গাটিকে পরবর্তী কয়েক সপ্তাহের জন্য গোটা বিশ্বের তথ্যমাধ্যমগুলোর বাড়িতে পরিণত করেছেন ।

    পেইচিং শুধু অলিম্পিক গেমসে অংশগ্রহণকারী বিদেশী খেলোয়াড় ও সংবাদদাতাদের জন্য বাড়ি প্রস্তুত করেছে তা নয়,বিদেশী পর্যটকদের জন্যও একটি পরিবার সৃষ্টি করেছে , যার নাম " অলিম্পিক পরিবার" । অলিম্পিক গেমস চলাকালে পেইচিংয়ের যে সব স্থানীয় অধিবাসীরা নিজেদের বাড়িতে অলিম্পিক গেমসের দর্শক ও পর্যটকদের থাকার সেবা দেবেন সেই সব পরিবারকে বলা হয়েছে অলিম্পিক পরিবার । জানা গেছে, অলিম্পিক গেমস চলাকালে পেইচিংয়ের মোট ৬০০টি " অলিম্পিক পরিবার" সরাসরি বিদেশী পর্যটকদের আপ্যায়নের দায়িত্ব পালন করবে ।

    চীনা জনগণের আন্তরিক আপ্যায়ন সম্পর্কে নাইজেরিয়ার লেখক এবন ওলাথোয়া বলেন, তিনি চীনা পরিবারে থাকবেন বলে প্রত্যাশা করছেন।

    চীনের খাবার খেতে আমি খুব পছন্দ করি । চীনা পরিবারে কিছু সময় কাটাতে আমার খুব ইচ্ছা হয় । তারা কীভাবে রান্না করেন তা দেখতে খুব আগ্রহী । আমি শুনেছিলাম, আফ্রিকার সংস্কৃতি ও এশিয়ার সংস্কৃতির মধ্যে মিল আছে । তাই চীনের সংস্কৃতি আমি অনুভব করতে চাই ।

    বলা যায়, বিদেশী বন্ধুরা চীনের সংস্কৃতি জানতে খুব আগ্রহী । আসলে চীনাদের বৈশিষ্ট্যপূর্ণ মানবিক রুচি ও আচরণ ফু ওয়ার ডিজাইনে প্রতিফলিত হয়েছে । এ সম্পর্কে চীনের বিখ্যাত চিত্রকলা সমালোচক সুই থিয়েনচুং বলেন , আমাদের ফুওয়া বন্ধুত্বপূর্ণ, প্রাণশক্তিপূর্ণ এবং নড়াচড়া করতে সমর্থ এমনই একটি ভাবমূর্তি। ফু ওয়া যেমন আমাদের জাতির সংস্কৃতিকে তেমনি অলিম্পিক গেমসে নতুন সাংস্কৃতিক অর্থ সংযোজন করেছে ।

    শুধু অলিম্পিক গেমসের ম্যাস্কট ফু ওয়ার ডিজাইনে চীনের মানবিক সৌন্দর্য প্রতিফলিত হয়নি বরং পেইচিং অলিম্পিক গেমসের প্রতীক এবং মশালের ডিজাইনে চীনের স্টাইল ও উপাদানও মেশানো হয়েছে । তাছাড়া " আকাশ গোলাকার এবং মাটি সমচতুর্ভুজ"-- চীনা সংস্কৃতির এই অন্তর্নিহিত অর্থ জাতীয় স্টেডিয়াম " বার্ড নেষ্ট" ও সাঁতার কেন্দ্র " ওয়াটার কিউব"-এর ডিজাইনেও প্রতিফলিত হয়েছে ।

    ফু ওয়া চিংচিং সাদাসিদে এবং শক্তিতে ভরপুর । পক্ষান্তরে অলিম্পিক গেমসের প্রস্তুতি পর্বে চীনারা সাহস, শক্তি এবং আশাবাদী চেতনার প্রকাশ ঘটিয়েছেন ।

    ২ এপ্রিল বিদেশের ১৯টি শহরে " শান্তি, মৈত্রী ও প্রত্যাশার " নির্দশন হিসেবে পেইচিং অলিম্পিক গেমসের মশাল হস্তান্তর শুরু হয় । অলিম্পিকের পবিত্র অগ্নির মস্কটে আগমন আমাদের জন্য একটি অতি আনন্দের ব্যাপার । আমার আবেগের আরেকটি কারণ হল পেইচিং অলিম্পিক গেমসের পবিত্র অগ্নি আমার বাড়ির সামনে দিয়ে অতিক্রম করেছে ।

    অলিম্পিক গেমসের পবিত্র অগ্নি আমাদের এলাকায় এসেছে বলে সিউলের একজন নাগরিক হিসেবে আমি খুব গর্বিত । দক্ষিণ কোরিয়া চীনের নিকট প্রতিবেশী দেশ । আমি আশা করি , পেইচিং অলিম্পিক গেমস সফল হবে ।

    কিন্তু মশাল হস্তান্তর প্রক্রিয়া হাতে গোণা কতিপয় " স্বাধীন তিব্বত" পন্থী ও উদ্দেশ্যপূর্ণ ব্যক্তিদের বাধার মুখে পড়ে । ৭ এপ্রিল পেইচিং অলিম্পিকের পবিত্র অগ্নি যখন ফ্রান্সের প্যারিসে হস্তান্তর হয় তখন হুইলচেয়ারে বসা চীনের প্রতিবন্ধী মশালবাহক চিন চিং " স্বাধীন তিব্বত" পন্থীদের হামলার শিকার হন । আকস্মিক হামলার পরও চিন চিং কিছু ভয় পাননি । হামলাকারী তার বাহু ও চুল ধরে যত টানাটানিই করুক না কেন তিনি শক্ত হাতে মশাল ধরে ছিলেন , একবারের জন্যও ছাড়েননি । সেই মুহুর্তে বিশ্বের সকল শান্তিকামী ও অলিম্পিক গেমস সমর্থনকারী মানুষ মুগ্ধ হন ।

    চিন চিং বলেন , সে সময় আমি খুব ক্রুদ্ধ হয়েছিলাম । আমি মনে করি , " স্বাধীন তিব্বত"পন্থীরা অলিম্পিক গেমসের বিরুদ্ধে অন্যায় করেছে । বিশ্বের এই আড়ম্বরপূর্ণ মহা সম্মিলনীতে অংশ নেওয়ার জন্য চার বছর ধরে প্রশিক্ষণ নিয়েছেন এমন সকল খেলোয়াড়দের জন্য এটা একটি অপমান ।

    পেইচিং অলিম্পিক গেমসের পবিত্র মশাল যে বাধা ও হয়রানির সম্মুখীন হয়েছিল আন্তর্জাতিক সম্প্রদায় তার নিন্দা করেছে । জাতিসংঘ মহাসচিব বান কি মুন বলেন , নীতিগত দিক থেকে বলতে গেলে অলিম্পিক গেমসের মতো ক্রীড়া প্রতিযোগিতাকে রাজনীতির সঙ্গে জড়ানো উচিত নয় । ক্রীড়া তো ক্রীড়াই । অলিম্পিক গেমসের উচিত আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্প্রীতিময় প্রতিদ্বন্দ্বিতা , যৌথভাবে সম্প্রীতিময় পরিবেশ উপভোগ এবং ঐক্য ও পারস্পরিক সমঝোতার একটি প্র্যাটফর্মে পরিণত হওয়া ।

    অলিম্পিক গেমসের প্রস্তুতি পর্বের সাত বছরে চীনের ওপর সার্স, প্রবল তুষারপাত, ভূমিকম্পসহ নানা প্রাকৃতিক দুর্যোগ আঘাত হেনেছে । দুর্যোগের মধ্যেও চীন সরকার ও চীনা জনগণ হাতেহাত ধরে মনেপ্রাণে চেষ্টা চালিয়েছে । চীনকে একটির পর একটি দুর্যোগ কাটিয়ে উঠতে আন্তর্জাতিক সম্প্রদায় বিপুল সমর্থন ও সাহায্য করেছে । সাত বছর আগে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির কাছে দেওয়া প্রতিশ্রুতি দুর্যোগ ও দুর্ভাগ্যেরনানা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চীন নিষ্ঠার সঙ্গে পালন করেছে । এ থেকে চীনের আস্থা ও সাহস প্রমাণিত হয়েছে ।

  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China