চীনের প্রেসিডেণ্ট হু চিন থাও ৭ আগস্ট পেইচিংয়ে পৃথক পৃথকভাবে পেইচিং অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকা লাওস, সার্বিয়া, বেলারুস, মন্টিনেগ্রো প্রজাতন্ত্র, ব্রাজিল, পূর্ব তিমুর, আলজেরিয়া, শ্রীলংকা, ভিয়েতনাম, উত্তর কোরিয়া ও তাজিকিস্তানসহ বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাক্ষাত করেছেন। হু চিন থাও তাঁদের স্বাগত জানিয়েছেন এবং দ্বিপাক্ষিক সম্পর্ক এবং আন্তর্জাতিক ও আঞ্চলিক অভিন্ন বিষয় নিয় মত বিনিময় করেছেন।
লাইসের প্রেসিডেণ্ট চৌম্মালি সাইগনাসোনেলের সঙ্গে সাক্ষাত্কালে হু চিন থাও বলেন, দীর্ঘকাল ধরে চীন ও লাওসের মধ্যে আর্থ-বাণিজ্যিক সহযোগিতা দু'দেশের উন্নয়ন পরিকল্পনার সঙ্গে সহযোগী থাকবে। যাতে এ ক্ষেত্রে আর্থ-বাণিজ্যিক ক্ষেত্রে পরস্পরের পরিপূরক হতে পারে এবং পরস্পরের জন্য যা কল্যাণকর হবে।
সার্বিয়ার প্রেসিডেণ্ট বরিস তাদিকের সঙ্গে সাক্ষাত্কালে হু চিন থাও বলেছেন, চীন সার্বিয়ার সঙ্গে রাজনৈতিক বৈঠক এবং বাস্তব সহযোগিতা জোরদার করতে ইচ্ছুক।
বেলারুসের প্রেসিডেণ্ট আলেকজান্ডার গ্রিগোরাভিচ লুকশেনকোর সঙ্গে সাক্ষাত্কালে হু চিন থাও বলেছেন, ন্যায় ও পরস্পরের কল্যাণের ভিত্তিতে চীন বেলারুসের সঙ্গে তার ব্যাপক সহযোগিতামূলক সম্পর্ক জোরদার করতেইচ্ছুক।
ব্রাজিলের প্রেসিডেণ্ট লুইজ ইনাসিও লুলা দ্য সিলভার সঙ্গে সাক্ষাত্কালে হু চিন থাও বলেছেন, পেইচিং অলিম্পিক গেমসের প্রতি ব্রাজিল সরকার ও জনগণের সমর্থনে তিনি খুব কৃতজ্ঞ।
আলজেরিয়ার প্রেসিডেণ্ট আব্দুল আজিজ বইতাক্লিকা-এর সঙ্গে সাক্ষাত্কালে হু চিন থাও বলেছেন, এ বছর চীন ও আলজেরিয়ার সম্পর্ক প্রতিষ্ঠার ৫০তম বার্ষিকী। চীন দু'দেশের কৌশলগত সহযোগিতামূলক সম্পর্ক সামনে এগিয়ে নিতে ইচ্ছুক।
শ্রীলংকার প্রেসিডেণ্ট মাহিন্দা রাজাপাক্সের সঙ্গে সাক্ষাত্কালে তিনি বলেন, চীন ও শ্রীলংকার সম্পর্ক বিভিন্ন সমাজ ব্যবস্থার দেশগুলোর মধ্যে একটি অনন্য দৃষ্টান্ত। চীন এ সম্পর্ক আরও উচ্চ পর্যায়ে নিয়ে যেতে চায়। শ্রীলংকা ১৫তম সার্ক শার্ষ সম্মেলন আয়োজন করেছে। সার্কের সঙ্গে চীন সমানভাবে বৈঠক ও বাস্তব সহযোগিতা করতে ইচ্ছুক।
এ দেশগুলোর নেতারা পৃথক পৃথকভাবে বলেছেন, এ দেশগুলো নানা ক্ষেত্রে চীনের সঙ্গে সহযোগিতামুলক বন্ধুত্বের সম্পর্ক জোরদার করতে ইচ্ছুক। এর মধ্যে ব্রাজিলের প্রেসিডেণ্ট লুলা দ্য সিলভা বলেন, চীনের পেইচিং অলিম্পিক গেমসের অভিজ্ঞতা ব্রাজিলে অলিম্পিক গেমস আয়োজনের জন্য গুরুত্বপূর্ণ। (ওয়াং তান হোং) |