v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
পেইচিংয়ে অলিম্পিক পরিবারের সদস্যদের সম্মিলন
2008-08-07 21:08:53
    আজ ২০০৮ সালের ৭ আগষ্ট, ২৯তম অলিম্পিক গেমসের উদ্বোধন শুরু হতে আর মাত্র একদিন বাকি । অলিম্পিক গেমসের স্বাগতিক শহর পেইচিং-এর শরত্কালে প্রবেশ করার প্রথম দিন । হাল্কা বাতাস ও মেঘে ঢাকা এক দিন । ৭ আগষ্ট সকালে পেইচিং অলিম্পিক পল্লীতে অলিম্পিক গেমস সঙ্গীতের সুরের তালেতালে দক্ষিণ আফ্রিকা ও নরওয়ে সহ অন্যান্য দেশের প্রতিনিধিদের যৌথভাবে জাতীয় পতাকা উত্তোলন আনুষ্ঠানের আয়োজন করা হয় । দায়িত্বপালনরত অলিম্পিক পল্লীর মহা পরিচালক ছেন চিয়েন পতাকা উত্তোলন অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন । তিনি বলেন , আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে বিভিন্ন প্রতিনিধি দলের জন্য উত্তম সেবা দেব । " এক বিশ্ব, এক স্বপ্ন"পেইচিং অলিম্পিক গেমসের প্রধান শ্লোগান । আমরা আশা করি , পেইচিং অলিম্পিক গেমসের মাধ্যমে বিভিন্ন দেশ ও জনগণের মধ্যে মৈত্রী ও সমঝোতার সেতু গড়ে উঠবে ।

    ১৮৯৬ সাল গ্রীসে প্রথম আধুনিক অলিম্পিক গেমস অনুষ্ঠিত হওয়া থেকে এ পর্যন্ত " শান্তি , মৈত্রী ও অগ্রগতি"-এর ধারণা ক্রীড়া প্রতিযোগিতার রূপ নিয়ে বিশ্বে ঘুরে বেড়াচ্ছে । ১১২ বছর পর ২০০৮ সাল চীনের রাজধানী পেইচিং ২৯তম অলিম্পিক গেমসের স্বাগতিক শহর হয়েছে । ২০০১ সালে অলিম্পিক গেমসের স্বাগতিক শহর হওয়া থেকে এ পর্যন্ত পেইচিং গেমসটির প্রস্তুতির জন্য নানা রকম প্রচেষ্টা চালিয়েছে । স্টেডিয়াম, বায়ুর গুণগতমান , পর্যটকদের আপায়ন, চিকিত্সা ও স্বাস্থ্য রক্ষাসহ শহরের নানা কাজ নিশ্চিত করার ক্ষেত্রে পেইচিং ইতোমধ্যে এখন প্রস্তুত । ৱএ পর্যন্তপ্রায় দু'শটি দেশ ও অঞ্চলের প্রতিনিধি দল পেইচিং অলিম্পিক পল্লীতে অবস্থান করতে শুরু করেছে । আন্তর্জাতিক অলিম্পিক কমিটির নিয়ম অনুযায়ী উদ্বোধনী অনুষ্ঠানের আগের দিনে সকল প্রতিনিধি দলের পতাকা উত্তোলন অনুষ্ঠান সম্পন্ন করতে হবে । উদ্বোধনী অনুষ্ঠানের দিনে পতাকা উত্তোলন অনুষ্ঠান করা হবে না । তাই ৭ আগষ্টে অনেক পতাকা উত্তোলন অনুষ্ঠান করা হবে । পতাকা উত্তোলন অনুষ্ঠান শেষে দক্ষিণ আফ্রিকার প্রতিনিধি দলের উপ নেতা তুব্বি রেডী আমাদের সংবাদদাতাকে জানান , পেইচিং অলিম্পিক গেমসের প্রতি তিনি আশাবাদী । আমি এনিয়ে চারবার অলিম্পিক গেমসে অংশ নিচ্ছি । এখানকার গেমস সবচেয়ে ভাল হবে বলে আমি মনে করি । আমরা সাঁতার , ট্র্যাক অ্যান্ড ফিল্ড, রেসিং বোর্ট, ক্যানুইং ক্ষেত্রে পদক পাবার চেষ্টা করব ।

    এ দিন রাজধানী আন্তর্জাতিক বিমান বন্দরে মার্কিন প্রেসিডেন্ট বুশ , রাশিয়ার প্রধানমন্ত্রী পুতিন সহ বেশ কয়েকজন বিশিষ্ট অতিথিকে স্বাগত জানানো হয়েছে । অলিম্পিক গেমস সম্পর্কে নিজেদের স্বপ্ন বাস্তবায়ন এবং অলিম্পিক মনোবলের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের আন্তরিকতা ও প্রত্যাশা জানানোর জন্য তারা পেইচিং এসেছেন । আশিরও বেশি দেশের শীর্ষনেতাগণ ৮ তারিখে অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ।

    পেইচিংয়ের রাস্তায় রাস্তায় ফুল ফুটে রয়েছে । " এক বিশ্ব, এক স্বপ্ন" শ্লোগান লেখা রংবেরংয়ের পতাকা বাতাসে উড়ছে । --পেইচিং উত্সবের পরিবেশে ভরপুর । ইউয়ান মিং ইউয়ান ও গ্রীষ্মপ্রাসাদসহ বেশ কয়েকটি বিখ্যাত দর্শনীয় স্থানের সুন্দর দৃশ্য উপভোগ করার পর নেডারল্যন্ডের পর্যটক হেনরি ব্রোখোস্ট বলেন , পেইচিং সত্যিই দারুণ সুন্দর । সব কিছু এত চমত্কার , আমরা খুবই আনন্দিত । এবারে পেইচিং আসতে পেরে আমি খুব খুশি । আমি পেইচিংয়ের আন্তরিকতা অনুভব করেছি । আমি উদ্বোধনী অনুষ্ঠান ও ফুটবল প্রতিযোগিতার প্রত্যাশায় রয়েছি ।

    পেইচিংয়ের ছাং আন রাস্তায় রাশিয়ার আলেক্সেই লেবেদেভ নামে এক দম্পতির সঙ্গে দেখা হলে তারা আমাদের সংবাদদাতাকে জানান , এটা তাদের তৃতীয় চীন সফর । এবার তারা বিশেষভাবে অলিম্পিক গেমস দেখতে এসেছেন । তাতিয়ানা লেবেদেভা বলেন , আমরা অলিম্পিক গেমসের সঙ্গে জড়িত বেশ কয়েকটি নতুন দর্শনীয় স্থানে বেড়াতে গিয়েছি খুব সুন্দর । সর্বত্রই আন্তরিকতার পরিবেশ ভরপুর । অলিম্পিকের জন্য পেইচিং প্রস্তুত হয়েছে । এখানকার মানুষ আন্তরিক । আমরা পেইচিং পছন্দ করি ।

    এক পরিসংখ্যান অনুযায়ী অলিম্পিক গেমস চলাকালে ৪ থেকে ৫ লাখ পর্যটক পেইচিং আসবেন । বিভিন্ন দেশের বিশিষ্ট অতিথি, তথ্যমাধ্যম , খেলোয়াড় এবং দেশিবিদেশী দর্শক সহ প্রায় ৬০ থেকে ৭০ লাখ মানুষ আসবেন । পেইচিং দু'বাহু বাড়িয়ে চারদিকের বন্ধুদের আগমন স্বাগত জানাচ্ছে । চুং শাওলি

  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China