পেইচিং অলিম্পিক গেমসের অশ্বারোহণ প্রতিযোগিতা ৯ আগস্ট হংকংয়ে শুরু হবে। হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চল সরকার ৭ আগস্ট এ প্রতিযোগিতা সংশ্লিষ্ট তথ্য অবহিত করতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। হংকং রাজনৈতিক বিভাগের মহাপরিচালক থাং ইং নিয়ান বলেন, পেইচিং অলিম্পিক গেমসের অশ্বারোহণ প্রতিযোগিতা সুষ্ঠুভাবে আয়োজন করতে পারবে বলে হংকং আস্থাবান।
বিশ্বের ৪২টি দেশ ও অঞ্চলের খেলোয়াড় এবং ২১৮টি ঘোড়া এবারের অশ্বারোহণ প্রতিযোগিতায়অংশ নেবে , যা আগের অলিম্পিক অশ্বারোহণ প্রতিযোগিতার রেকর্ড ছাড়িয়ে যাবে। এর মধ্যে রয়েছেন প্রথমবারের মত অংশ নেয়া চীনা এবং হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের খেলোয়াড়। সকল অংশগ্রহণকারী সকল অশ্বারোহী ও ঘোড়া ইতোমধ্যেই হংকংয়ের পরিবেশে অভ্যস্ত হয়ে উঠেছে।এ ছাড়াও, অধিকাংশই অংশগ্রহণকারী খেলোয়াড় অলিম্পিক গ্রামে প্রবেশ করেছেন।
তিনি আরো বলেন, ১২দিনব্যাপী প্রতিযোগিতার সময় অশ্বারোহণ প্রতিযোগিতাকে নিশ্চিত করার জন্য হংকং সংশ্লিষ্ট সকল ব্যবস্থা উদ্যোগ নেবে।--ওয়াং হাইমান
|