সিন হুয়া বার্তা সংস্থার এক খবরে জানা গেছে, সম্প্রিত কিছু বিদেশী সংবাদ মাধ্যম পৃথক পৃথকভাবে তাদের প্রবন্ধে পেইচিং অলিম্পিক গেমসের প্রস্তুতি কাজের প্রশংসা করেছে। তারা পেইচিং অলিম্পিক গেমসের সাফল্য কামনা করেছে।
মার্কিন নিউর্য়ক টাইমস পত্রিকায় " ক্রীড়া ভক্ত হিসেবে বুশের পেইচিং সফর" শীর্ষক একটি প্রবন্ধে বলা হয়েছে, জর্জ বুশ হচ্ছে বিদেশে অলিম্পিক গেমসে উপস্থিত থাকা যুক্তরাষ্ট্রের প্রথম ক্ষমতাসীন প্রেসিডেণ্ট। ওয়াশিংটন পোস্টে বুশের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, পেইচিংয়ে যাওয়ার একটি প্রধান কারণ হচ্ছে চীনা জনগণের প্রতি বুশের শ্রদ্ধা জানানো। এটি চীনের গৌরবময় মুহুর্ত। সিঙ্গাপুর লিয়া হো জাও পাও পাত্রিকায় ৬ আগস্ট এক প্রবন্ধে বলা হয়েছে, বৈচিত্র্যময় পেইচিং অলিম্পিক গেমস অলিম্পিক ইতিহাসের নতুন দূয়ার খুলে দিয়েছে। যারা পেইচিং অলিম্পিক গেমসে অংশ নিয়েছেন, দীর্ঘকাল তাদের মনে একটি অনুভূতি ভেসে বেড়াবে-পেইচিং, আমি তোমাকে ভালোবাসি। জর্দানের আলরাই পত্রিকায় "অলিম্পিক গেমসে চীন বৃহত্তম জয়ের অধিকারী হবে" নামে একটি প্রবন্ধে বলা হয়েছে , সফল পেইচিং অলিম্পিক গেমসের মাধ্যমে পাশ্চাত্য সংবাদ মাধ্যমগুলোর প্রভাবে চীনের ওপর চেনাজানা অভাব জনিত বিশ্বের কিছু লোকের ভুল বোঝাবুঝি ও বৈরিতার অবসান ঘটবে। তাদের মনে "সমৃদ্ধ ও উন্মুক্ত চীন"য়ের ছাপ জ্বল জ্বল করবে। (ওয়াং তান হোং) |