এশিয়ার অর্থনীতি পুনরুদ্ধারে নেতৃস্থানীয় ভূমিকা রাখছে চীনা অর্থনীতি: বিদেশি সংবাদমাধ্যম
  2020-11-02 14:19:38  cri

নভেম্বর ২: রয়টার্সের রিপোর্টে সম্প্রতি বলা হয়েছে যে, চীনা অর্থনীতির প্রবৃদ্ধির সুযোগ কাজে লাগিয়ে এশিয়ায় অর্থনীতির পুনরুদ্ধারের লক্ষণ দেখা দিয়েছে। কোভিড-১৯ মহামারীর প্রাদুর্ভাবের এক বছরেরও কম সময়ের মধ্যে চীন এখন এক নতুন প্রবৃদ্ধির পর্যায়ে প্রবেশ করতে যাচ্ছে।

রিপোর্টে বলা হয়, বর্তমান আন্তর্জাতিক সমাজের দৃষ্টি আসন্ন মার্কিন সাধারণ নির্বাচন এবং আমেরিকা ও ইউরোপে মহামারির বিস্তারের ওপর রয়েছে। তবে চীনে ইতোমধ্যেই অনেক গুরুত্বপূর্ণ ক্ষেত্রে অগ্রগতি অর্জিত হয়েছে। মহামারীর শুরুর দিকে বিশ্বের সবচেয়ে কঠোর লকডাউন ব্যবস্থা কাজে লাগানোর পর, চীন বর্তমানে অর্থনীতিতে ক্রমশ প্রবৃদ্ধি অর্জন করে চলেছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল বলেছে, চলতি বছর বড় দেশগুলোর মধ্যে চীনই একমাত্র প্রবৃদ্ধি অর্জনে সক্ষম হবে।

কর্তৃপক্ষের পরিসংখ্যানে বলা হয়, এ বছরের তৃতীয় প্রান্তিকে চীনা অর্থনীতি গত বছরের একই সময়ের তুলনায় ৪.৯ শতাংশ বেশি, দ্বিতীয় প্রান্তিকে ৩.২ শতাংশ বেশি ছিল। এ বছরের শুরুর দিকে চীনে সবচেয়ে কঠোর লকডাউন ব্যবস্থা কাজে লাগানোর ফলে অর্থনীতি ৬.৮ শতাংশ সংকুচিত হয়েছিল। (ওয়াং হাইমান/আলিম/ছাই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040