কমিউনিটিকে শহর উন্নয়নের কেন্দ্রীয় অবস্থানে রাখার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব
  2020-11-01 16:58:18  cri

নভেম্বর ১: গত শনিবার ছিল বিশ্ব শহর দিবস। দিবসটি উপলক্ষ্যে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরহিস এক ভিডিও ভাষণে বলেন, এ বছর তৃণমূল কমিউনিটির অসাধারণ অবদান দেখা গেছে। নানা দেশের কমিউনিটিকে শহর উন্নয়নের কেন্দ্রীয় অবস্থানে রাখা উচিত বলে উল্লেখ করেন তিনি।

গুতেরহিস বলেন, বর্তমানে বিশ্বে ৫৫ শতাংশ মানুষ শহরাঞ্চলে বাস করছে এবং ২০৫০ সালে তা হবে ৬৮ শতাংশ। এবারে কোভিড-১৯ মহামারি মোকাবিলায় কমিউনিটিগুলোর ভূমিকা মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে।

গুতেরহিস জোর দিয়ে বলেন, অর্থ ও সম্পদের ব্যবহারে কমিউনিটির ক্ষমতা বাড়ানো হবে এবং শহর উন্নয়নে সহনশীল ও টেকসই ফলাফল অর্জিত হবে।

(শিশির/তৌহিদ/রুবি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040