যুক্তরাষ্ট্রে একদিনে কোভিড-১৯ রোগী শনাক্তের সংখ্যা নতুন রেকর্ড সৃষ্টি করেছে
  2020-11-01 16:18:28  cri

নভেম্বর ১: মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের ওয়েবসাইটে বলা হয়, ৩০ অক্টোবর যুক্তরাষ্ট্রে ৯৯ হাজার ৭৫০জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে। যুক্তরাষ্ট্র-সহ গোটা বিশ্বে একদিনে সর্বোচ্চ রোগী শনাক্তের নতুন রেকর্ড এটি।

এর আগে, গত ১৭ সেপ্টেম্বর ভারতে একদিনে সর্বোচ্চ ৯৭ হাজার ৮৯৪জন রোগী শনাক্ত হয়েছিল। পাশাপাশি, ৩০ অক্টোবর যুক্তরাষ্ট্রে কোভিড-১৯ রোগে মারা যায় ১০০৯জন। দেশটিতে টানা তিন দিন ধরে মৃতের সংখ্যা ১০০০ ছাড়িয়ে গেছে।

মার্কিন আটলান্টিক মান্থলি পত্রিকার উদ্যোগে 'মহামারি ট্র্যাকিং প্রকল্পের' তথ্য অনুযায়ী, বর্তমানে যুক্তরাষ্ট্রে কোভিড-১৯ রোগী বৃদ্ধির হার বেশ দ্রুত এবং শনাক্ত রোগীর দ্রুত বৃদ্ধি প্রমাণ করছে যে, দেশটিতে মহামারি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে।

(শিশির/তৌহিদ/রুবি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040