রোববারের আলাপন-201101
  2020-11-01 16:17:26  cri

আকাশ: সুপ্রিয় শ্রোতা, সবাইকে স্বাগত জানাচ্ছি চায়না মিডিয়া গ্রুপের বাংলা অনুষ্ঠানে। আপনাদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের সাপ্তাহিক আয়োজন 'রোববারের আলাপন'। আপনাদের সঙ্গে আছি আলিম এবং শিয়েনান আকাশ।

বড় ভাই, আপনি আমাদের সিআরআই ভবনের রাস্তার ওপারের ওই সাদা স্ট্যাডিয়ামের ভিতরে ঢুকেছেন কখনও?

আলিম: .... আকাশ, আসলে ভেতরে কী কী আছে? এখানে কী ধরনের খেলাধুলা করা হয়?

আকাশ: এর আনুষ্ঠানিক নাম হচ্ছে বেইজিং শহরবাসীর বরফ ও তুষার ক্রীড়াকেন্দ্র। এটা আসলে একটা আইস হকি স্ট্যাডিয়াম। আপনি এ ক্রীড়া পছন্দ করেন?

আলিম:...

আকাশ: ভাইয়া, এর ভেতরে কোচ আছে, ছোট ছেলেমেয়েদের জন্য আইস হকির কোর্স আছে। আপনি এবং আপনার ছেলে মু হ্যা যদি পছন্দ করেন, তাহলে একদিন আমি আপনাদের সেখানে নিয়ে যাবো।

আলিম:...

আচ্ছে, বন্ধুরা, তাহলে আজকে আমরা আইস হকি নিয়ে একটি চীনা গল্প আপনাদের সাথে শেয়ার করব, কেমন?

সংগীত

জনাব চৌ ইউ তি চীনের উত্তরপূর্বাঞ্চলের হেই লোং চিয়াং প্রদেশের ছি ছি হা এর শহরে বসবাস করেন। তার বষয় ৪০ বছর, তিনি আইস হকি খেলছেন ৩২ বছর ধরে। ২০১২ সালে তিনি অন্য শহরের উচ্চ বেতনের চাকরি ছেড়ে দিয়ে জন্মস্থানে ফিরে যান এবং আইস হকির কোচ হিসেবে কাজ শুরু করেন।

তখন, আইস হকি তার দেশের বাড়ির ঔ অঞ্চলে খুবই কম প্রচলিত ছিল। খুব কম মানুষই আইস হকি খেলত। গোটা ছি ছি হা এর শহরে একটা মাত্র আইস হকির মাঠ ছিল। শহরের আইস হকি খেলোয়াড়ের মোট সংখ্যা মাত্র ৩০ জন ছিল। তিনি তখনকার স্মৃতি স্মরণ করে বলেন, "আইস হকির নাম নিলেই তখন লোকজন বলত, এটি একটি কষ্টকর খেলা; এটি খেলে টাকা উপার্জন করা খুবই কঠিন। এটি পেশা হিসেবে নিলে মেয়েবন্ধুও পাওয়া যাবে না।"

২০১৭ সালে, জনাব চৌ ইউ তির আশা পূরণের সুযোগ আছে। আইস হকির উন্নয়নের সুযোগ সৃষ্টি হয়। চি ছি হা এর শহর আইন জারি করা হয় যে, প্রত্যেক বছরের জানুয়ারির প্রথম শনিবার পালিত হবে 'আইস হকি দিবস' হিসেবে; আর জুলাই মাস পালিত হবে 'আইস হকি মাস'। আইস হকির ইনডোর ও আউটডোর মাঠও ধীরে ধীরে গড়ে উঠতে থাকে।

এখন সেখানে আইস হকির মাঠের সংখ্যা দুই শতাধিক। আইস হকির সঙ্গে সংশ্লিষ্টদের আনন্দের কোনই সীমা নেই। আইস হকির মাঠের সুবিধা পাওয়ার পর, এ ক্রীড়ার প্রতি মানুষের আগ্রহ অব্যাহতভাবে বাড়ছে।

জনাব চৌ ইউ তি বলেন, "২০১৭ সালে ছি ছি হা এর শহরের সরকার আইস হকির উন্নয়নে জোর প্রচেষ্টা চালায়। সে বছর ১০ লাখের বেশি মানুষ বরফ ও তুষার ক্রীড়ায় অংশগ্রহণ করে। দেশের বিভিন্ন জায়গা থেকে হাজার হাজার লোক এখানে এসে আইস হকি প্রতিযোগিতায় অংশ নেয়। আইস হকি এখন আর গুটিকতক মানুষের খেলা নয়।"

জনাব চৌ ইউ তির ছাত্রছাত্রীও ক্রমশ বাড়ছে, তাঁর আয়ও দিন দিন বাড়ছে। তিনি এখন প্রতিদিন অনেক আগ্রহ নিয়ে কাজ করেন। আইস হকির প্রসার ঘটার সাথে সাথে ছি ছি হা এর শহরের স্ট্যাডিয়াম নির্মাণ, প্রশিক্ষণ, সরঞ্জাম নির্মাণ, ট্রাফিক, হোটেল, রেস্তোরা, পর্যটন—ইত্যাদি সকল খাতের উন্নয়ন হচ্ছে। শহরবাসীদের স্বচ্ছল জীবন অর্জনে আইস হকি ভূমিকা রাখছে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040