অক্টোবর ৩০: চীনা কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র ১৯তম কেন্দ্রীয় কমিটির পঞ্চম পূর্ণাঙ্গ অধিবেশন গতকাল (বৃহস্পতিবার) বেইজিংয়ে সমাপ্ত হয়েছে। এটি চীনের ভবিষ্যতের উন্নয়নের সঙ্গে জড়িত একটি গুরুত্বপূর্ণ সম্মেলন। সম্মেলনে ২০৩৫ সাল পর্যন্ত চীনের সমাজতান্ত্রিক আধুনিকায়নসংক্রান্ত দীর্ঘমেয়াদী লক্ষ্য বাস্তবায়নের বিষয়টি চিহ্নিত করা হয়। একে বলা যেতে পারে ভবিষ্যতে চীনের উন্নয়নের আশা-আকাঙ্ক্ষা ও ব্লুপ্রিন্ট।
এই ব্লুপ্রিন্টের মধ্যে কেবল যে আগামীর জন্য দীর্ঘমেয়াদী লক্ষ্য রয়েছে, তা নয়; বরং এসব বড় লক্ষ্য বাস্তবায়নের জন্য 'পাঁচসালা পরিকল্পনা'-ও রয়েছে। বেইজিং বিশ্ববিদ্যালয়ের অর্থনীতিবিদ লিউ ছিয়াও মনে করেন, 'পাঁচসালা পরিকল্পনা' হচ্ছে চীনা গল্প ও চীনা উন্নয়নের পথের একটি খুবই গুরুত্বপূর্ণ ও বিশিষ্ট অংশ। এর মধ্য দিয়ে 'সরকারের কার্যকারিতা ও বাজারের কার্যকারিতা' তুলে ধরা হয়। পাঁচসালা পরিকল্পনা বিগত ৪০ বছরে চীনা অর্থনীতির উচ্চগতির উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। (ওয়াং হাইমান/আলিম/ছাই)