'চীন উচ্চমানের উন্নয়নের পর্যায়ে রয়েছে'
  2020-10-30 15:38:39  cri
অক্টোবর ৩০: চীনা কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র ঊনবিংশ কেন্দ্রীয় কমিটির পঞ্চম পূর্ণাঙ্গ অধিবেশন গতকাল (বৃহস্পতিবার) বেইজিংয়ে শেষ হয়। অধিবেশনে উল্লেখ করা হয় যে, চীন উচ্চমানের উন্নয়নের একটি পর্যায়ে রয়েছে। দেশটিকে এখন কৌশলগত সংকল্প বজায় রাখতে হবে এবং নিজস্ব বিষয়গুলি ভালভাবে দেখভাল করতে হবে।

অধিবেশনে ২০৩৫ সালের মধ্যে সমাজতান্ত্রিক আধুনিকীকরণ অর্জনের দীর্ঘমেয়াদী লক্ষ্যকে সামনে রেখে আলোচনা করা হয়। এতে বলা হয়, ভবিষ্যতে দেশের অর্থনৈতিক শক্তি, বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত শক্তি এবং সামগ্রিক জাতীয় শক্তি অনেক বাড়বে; অর্থনীতির আকার এবং নগর ও গ্রামীণ বাসিন্দাদের মাথাপিছু আয় একটি নতুন স্তরে পৌঁছাবে; একটি আধুনিক অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলা হবে; মূলত জাতীয় শাসনব্যবস্থার আধুনিকীকরণ হবে ও তাতে জনগণ সমানভাবে অংশগ্রহণ করবে; একটি সাংস্কৃতিক শক্তিশালী দেশ, শিক্ষার শক্তিশালী দেশ, প্রতিভার শক্তিশালী দেশ, খেলাধুলার শক্তিশালী দেশ ও স্বাস্থ্যকর চীন নির্মাণ করা হবে; কার্বন নিঃসরণ সর্বোচ্চে পৌঁছানোর পর ধীরে ধীরে কমিয়ে আনা হবে; বাইরের বিশ্বে উন্মুক্তকরণের একটি নতুন প্যাটার্ন গঠন করা হবে; আন্তর্জাতিক অর্থনৈতিক সহযোগিতা ও প্রতিযোগিতায় অংশ নেওয়ার ক্ষেত্রে নতুন সুবিধা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা হবে; এবং মাথাপিছু জিডিপি মাঝারিভাবে উন্নত দেশগুলির পর্যায়ে উন্নীত করা হবে। (জিনিয়া/আলিম/শুয়েই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040