সিপিসি'র ঊনবিংশ কেন্দ্রীয় কমিটির পঞ্চম পূর্ণাঙ্গ অধিবেশন সমাপ্ত
  2020-10-30 15:37:35  cri
অক্টোবর ৩০: চীনা কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র ঊনবিংশ কেন্দ্রীয় কমিটির পঞ্চম পূর্ণাঙ্গ অধিবেশন ২৬ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত বেইজিংয়ে অনুষ্ঠিত হয়। অধিবেশনে জাতীয় অর্থনৈতিক ও সামাজিক বিকাশের জন্য চতুর্দশ পাঁচসালা পরিকল্পনা এবং ২০৩৫ সাল পর্যন্ত দীর্ঘমেয়াদী লক্ষ্য প্রণয়নের প্রস্তাবনা বিবেচনা ও অনুমোদন দেওয়া হয়, আগামী পাঁচ বছরে চীনের উন্নয়নের পথ স্পষ্ট করা হয়, এবং দীর্ঘমেয়াদী উন্নয়নের জন্য একটি নীলনকশা আঁকা হয়।

চীনের রাষ্ট্রীয় পরিষদ এ প্রস্তাব অনুসারে চতুর্দশ পাঁচসালা পরিকল্পনার "আউটলাইন" খসড়া তৈরি করবে। ২০২১ সালে এটি দেশের সর্বোচ্চ কর্তৃপক্ষ জাতীয় গণকংগ্রেসের বার্ষিক অধিবেশনে পেশ করা হবে। এই প্রস্তাব আগামী পাঁচ বছরের জন্য চীনের উন্নয়নের দিক্‌নির্দেশনা হিসেবে কাজ করবে। (জিনিয়া/আলিম/শুয়েই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040