'চীন উন্নয়ন ও নিরাপত্তা সমন্বয় করার পথে সামনে এগুবে'
  2020-10-30 15:01:15  cri
অক্টোবর ২৯: চীনা কমিউনিস্ট পার্টির ১৯তম সম্মেলনের পঞ্চম পূর্ণাঙ্গ অধিবেশন গতকাল (বৃহস্পতিবার) বেইজিংয়ে সমাপ্ত হয়েছে। সম্মেলনে প্রকাশিত ইস্তাহারে বলা হয়, চীন উন্নয়ন ও নিরাপত্তা সমন্বয় করার পথে সামনে এগিয়ে যাবে। উন্নয়ন ও নিরাপত্তাকে জাতীয় উন্নয়নের বিভিন্ন ক্ষেত্রে ও পুরো প্রক্রিয়ায় সমন্বয় করবে, আধুনিকায়নের বিভিন্ন ঝুঁকি প্রতিরোধ ও সমাধানের চেষ্টা করবে, জাতীয় নিরাপত্তা ব্যবস্থা ও সামর্থ্য জোরদার করবে, এবং জাতীয় অর্থনৈতিক নিরাপত্তা, জননিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতার ও নিরাপত্তা নিশ্চিত করবে।

ইস্তাহারে আরও বলা হয়, প্রতিরক্ষা ও সশস্ত্রবাহিনীর আধুনিকায়ন দ্রুততর করা হবে, দেশের সার্বভৌমত্ব রক্ষা করা হবে, এবং নিরাপত্তা ও উন্নয়নের কৌশলগত সামর্থ্য উন্নত করা হবে। (ইয়াং/আলিম/ফেই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040