'চীন সার্বিকভাবে উন্মুক্তকরণের মান উন্নত করবে'
  2020-10-30 14:59:43  cri
অক্টোবর ২৯: চীনা কমিউনিস্ট পার্টির ১৯তম সম্মেলনের পঞ্চম পূর্ণাঙ্গ অধিবেশন গতকাল (বৃহস্পতিবার) বেইজিংয়ে সমাপ্ত হয়েছে। সম্মেলনে প্রকাশিত ইস্তাহারে বলা হয়, চীন উচ্চমানের উন্মুক্তকরণভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তুলবে, অবাধ বাণিজ্য ও বিনিয়োগ বাস্তবায়ন করবে, বাণিজ্যের নব্যতাপ্রবর্তন উন্নয়ন করবে, 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগ বাস্তবায়ন করবে, এবং বিশ্ব অর্থনৈতিক পরিচালনাব্যবস্থার সংস্কারে সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে। (ইয়াং/আলিম/ফেই)
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040