ব্রাজিলে তৃতীয় দফায় মহামারি-প্রতিরোধক সামগ্রী পাঠালো চীন
  2020-10-29 18:34:27  cri

অক্টোবর ২৯: চীনা সরকার ব্রাজিলে তৃতীয় দফায় মহামারি-প্রতিরোধক সামগ্রী পাঠিয়েছে। গতকাল (বুধবার) ব্রাজিলিয়ায় এসব সামগ্রী হস্তান্তরের একটি অনুষ্ঠান আয়োজন করা হয়। এসব সামগ্রীর মোট মূল্য ২৫ লাখ ব্রাজিলীয় রিয়াল। এসব পণ্য ব্রাজিলিয়া ফেডারেল ডিস্ট্রিক্টের মহামারি প্রতিরোধে ব্যবহৃত হবে। সেদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াং ওয়ান মিং ও ব্রাজিলিয়া ফেডারেল ডিস্ট্রিক্টের উপপ্রধান হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে দেওয়া ভাষণে ইয়াং ওয়ান মিং চীন ও ব্রাজিলের মহামারি মোকাবিলায় সহযোগিতার পরিচয় দেন এবং বলেন, চীন অব্যাহতভাবে ব্রাজিলের জনগণের পাশে থাকবে, একসঙ্গে সহযোগিতার মাধ্যমে চ্যালেঞ্জ মোকাবিলা করবে। বর্তমানে দু'দেশের কম্পানি ও সংস্থা যৌথভাবে ব্রাজিলে কোভিড-১৯ ভাইরাসের টিকার তৃতীয় পর্যায়ের পরীক্ষা চালাচ্ছে। চীন উন্নয়নশীল দেশগুলোতে টিকা অগ্রাধিকার ভিত্তিতে সরবরাহ করতে প্রতিশ্রুতিবদ্ধ।

ব্রাজিলিয়া ফেডারেল ডিস্ট্রিক্টের উপপ্রধান স্থানীয় সরকার ও জনগণের পক্ষ থেকে চীনা সরকার, কোম্পানি ও বিভিন্ন মহলের ব্যক্তিবর্গকে সাহায্যের জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, মহামারি চীন ও ব্রাজিলের মৈত্রীর ওপর নেতিবাচক প্রভাব ফেলবে না। বরং দু'দেশের বাস্তব সহযোগিতা স্থিতিশীলভাব উন্নয়ন হবে। ব্রাজিলিয়া ফেডারেল ডিস্ট্রিক্টের সরকার চীনের সঙ্গে আঞ্চলিক অর্থনীতি, সংস্কৃতি, শিক্ষা, প্রযুক্তিসহ বিভিন্ন ক্ষেত্রের সহযোগিতা ও বিনিময় জোরদার করবে। (তুহিনা/আলিম/ছাই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040