মহামারি মোকাবিলায় ফ্রান্সে আবার লকডাউন
  2020-10-29 18:11:52  cri

অক্টোবর ২৯: ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্‌খোঁ মহামারি মোকাবিলায় ৩০ অক্টোবর থেকে সারা দেশে লকডাউন ঘোষণা করেছেন। গতকাল (বুধবার) এক টিভিভাষণে তিনি এ ঘোষণা দেন।

ভাষণে ফরাসি প্রেসিডেন্ট বলেন, এবারের লকডাউন অন্তত পয়লা ডিসেম্বর পর্যন্ত স্থায়ী হবে। লকডাউনের সময় জনগণের সব অপ্রয়োজনীয় ভ্রমণ নিষিদ্ধ থাকবে। কাজ করা, চিকিত্সা নেওয়া, নৈনন্দিন প্রয়োজনীয় জিনিস কেনা, ইত্যাদি কারণে বাইরে যেতে হলে কর্তৃপক্ষের অনুমোদন লাগবে। জনসমাবেশ বা প্রাইভেট পার্টি নিষিদ্ধ থাকবে। কিন্ডারগার্টেন, প্রাথমিক ও মাধ্যমিক স্কুল খোলা থাকবে, তবে বিশ্ববিদ্যালয়ে অনলাইনে ক্লাস হবে।

তিনি বলেন, ফান্সের সব জায়গায় মহামারি পরিস্থিতি সতর্কতা পর্যায়ে পৌঁছেছে। নভেম্বরের মাঝামাঝিতে আইসিইউ-তে থাকা রোগীর সংখ্যা ৯ হাজারে পৌঁছাতে পারে, যা প্রথম দফা মহামারির চেয়ে গুরুতর। তিনি আরও জানান, ফ্রান্স 'হার্ড ইম্মিউনিটি'র ধারণা গ্রহণ করবে না। বর্তমানে প্রতি সপ্তাহে ফ্রান্সে ১৯ লাখ ভাইরাস পরীক্ষা করা হচ্ছে এবং সরকার আইসিইউ-র সংখ্যা বাড়ানোর চেষ্টা করছে বলেও তিনি জানান। (তুহিনা/আলিম/ছাই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040