চীনা ঐতিহ্যবাহী চিকিত্সার উন্নয়ন
  2020-10-29 16:56:53  cri
অক্টোবর ২৯: কোভিড-১৯ মহামারী মোকাবিলার প্রক্রিয়ায় চীনা ঐতিহ্যবাহী চিকিত্সা ও ঔষধ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আসলে 'ত্রয়োদশ পাঁচসালা পরিকল্পনা'-র সময় চীনের ঐতিহ্যবাহী চিকিত্সাব্যবস্থার উন্নয়ন, সংশ্লিষ্ট প্রতিভাবান ব্যক্তিদের প্রশিক্ষণ, বিজ্ঞান ও প্রযুক্তি খাতের নব্যতাপ্রবর্তনের ওপর যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়। বর্তমানে চীনে ৬৫ হাজারেরও বেশি চীনা ঐতিহ্যবাহী চিকিত্সাসংস্থা রয়েছে। পাঁচসালা পরিকল্পনা বাস্তবায়নকালে প্রতিবছর প্রায় ১১৬ কোটি বার এসব সংস্থায় চিকিত্সা গ্রহণ করেছেন চীনারা। চীনা চিকিত্সা ও পশ্চিম চিকিত্সার যুগপৎ ব্যবহারের সুফল পাওয়া গেছে।

এ ছাড়া, চীনের ২৪ হাজারের বেশি শহর পর্যায়ের চিকিত্সাসংস্থা টেলিমেডিসিন সহযোগিতা নেটওয়ার্ক চালু করেছে। ৫.৫ হাজারেরও বেশি দ্বিতীয় পর্যায়ের হাসপাতালে অনলাইন চিকিত্সা সেবা দেওয়া হচ্ছে।

চীনের চিকিত্সাব্যবস্থায় ঐতিহ্যবাহী ও নব্যতাপ্রবর্তন যৌথভাবে উন্নত হচ্ছে। চীন দুই ধরণের চিকিত্সা দিয়ে জনগণের স্বাস্থ্য সুরক্ষা করে চলেছে। (ছাই/আলিম/তুহিনা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040