আসিয়ানকে 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগের প্রধান অঞ্চল হিসাবে বিবেচনা করে চীন
  2020-10-29 14:48:34  cri
অক্টোবর ২৯: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন পিন গতকাল (বুধবার) বেইজিংয়ে এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে বলেন, চীন সর্বদা আসিয়ানকে কূটনীতির ক্ষেত্রে অগ্রাধিকার দিয়ে থাকে এবং 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগের প্রধান অঞ্চল হিসাবে বিবেচনা করে।

ওয়াং ওয়েন পিন বলেন, সম্প্রতি চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী লুও চাও হুই ভিয়েতনামের উপ-পররাষ্ট্রমন্ত্রী এবং আসিয়ানবিষয়ক সিনিয়র কর্মকর্তা নুয়েন কুওচ দুং-এর সঙ্গে ভিডিও-বৈঠক করেন। নভেম্বরের মাঝামাঝি সময়ে অনুষ্ঠেয় পূর্ব এশীয় সহযোগিতা ফোরামের সম্মেলন বিষয়ে মতবিনিময় করেন তারা। দুই পক্ষই একমত হয়েছে যে, বর্তমানের পরিবর্তিত পরিস্থিতি ও মহামারীর প্রেক্ষাপটে, মতৈক্য ও ঐক্য প্রদর্শন, মহামারীবিরোধী ও উন্নয়ন সহযোগিতা প্রচার, পূর্ব এশিয়ার অর্থনৈতিক পুনরুদ্ধারের প্রচার, এবং অঞ্চলের জনগণের আস্থা বাড়াতে একাধিক বৈঠক করা উচিত।

মুখপাত্র আরও বলেন, পরের বছর চীন ও আসিয়ানের মধ্যে সংলাপের সম্পর্ক স্থাপনের ৩০তম বার্ষিকী। অগ্রণী ভূমিকা পালনের জন্য দ্বিপাক্ষিক সম্পর্কের প্রচারের জন্য চীন আসিয়ানের সাথে কাজ করার এই সুযোগটি গ্রহণ করতে ইচ্ছুক। (জিনিয়া/আলিম/শুয়েই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040