যুক্তরাষ্ট্রকে আঞ্চলিক সম্পর্ক প্ররোচিত করা থেকে বিরত থাকতে চীনের তাগিদ
  2020-10-29 14:25:32  cri
অক্টোবর ২৯: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন পিন গতকাল (বুধবার) বেইজিংয়ে এক প্রেস ব্রিফিংয়ে, যুক্তরাষ্ট্রকে আঞ্চলিক সম্পর্ক প্ররোচিত করা থেকে বিরত থাকতে তাগিদ দিয়েছেন।

প্রেস ব্রিফিংয়ে একজন সাংবাদিক চীন-ভারত সীমান্ত এলাকায় সমস্যা চলাকালে যুক্তরাষ্ট্রের ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারের প্রচেষ্টা নিয়ে চীনের মতামত জানতে চান। এ সময় চীনা মুখপাত্র বলেন, চীন সবসময় মনে করে বিভিন্ন দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন আঞ্চলিক শান্তি ও উন্নয়নের জন্য অনুকূল হওয়া উচিত এবং তৃতীয় পক্ষের ন্যায্য স্বার্থের যাতে ক্ষতি না-হয়, তা নিশ্চিত করা উচিত। কিন্তু যুক্তরাষ্ট্রের 'ভারতীয় ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল কৌশল' স্নায়ুযুদ্ধের চিন্তাভাবনার ভিত্তিতে প্রতিষ্ঠিত। চীন একশ্রেণির মার্কিন রাজনীতিবিদকে, স্নায়ুযুদ্ধের চিন্তাভাবনা ছেড়ে দিয়ে, চীনের সঙ্গে অন্য দেশের সম্পর্ককে প্ররোচিত করার চেষ্টা বন্ধের তাগিদ দেয়। চীন-ভারত সীমান্ত বিষয় দু'দেশের নিজস্ব ব্যাপার। বর্তমানে দু'দেশের মধ্যে সীমান্ত পরিস্থিতি স্থিতিশীল, দু'দেশের মধ্যে যোগাযোগ চলছে। দু'পক্ষ আলাপ-আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করতে পারবে। (ইয়াং/আলিম/ফেই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040