মাইক পম্পেও'র তথাকথিত 'চীনা হুমকি তত্ত্ব' তার আরেকটি মিথ্যাচার: চীনা মুখপাত্র
  2020-10-28 19:49:18  cri

অক্টোবর ২৮: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও গতকাল (বুধবার) ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাত্কারে চীন সম্পর্কে অন্যায্য বক্তব্য দিয়েছেন। এ সম্পর্কে আজ (বৃহস্পতিবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন পিন বেইজিংয়ে অনুষ্ঠিত এক সাংবাদিক সম্মেলনে বলেন, মাইক পম্পেও'র তথাকথিত 'চীনা হুমকি তত্ত্ব' তার আরেকটি মিথ্যাচার বৈ আর কিছু নয়।

মুখপাত্র বলেন, চীনা জনগণের কাছে চীনা সরকারের গ্রহণযোগ্যতার হার ৯৩ শতাংশ। এমন একটি সরকারকে স্বৈরাচার বলেছে মাইক পম্পেও; ১৩৮টি দেশ ও ৩০টি আন্তর্জাতিক সংস্থা চীনের সঙ্গে 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগের আওতায় কাজ করছে, যেটিকে 'লুন্ঠন' হিসেবে আখ্যা দিয়েছেন তিনি!

মুখপাত্র বলেন, আসলে তিনি চান চীন দরিদ্র ও পিছিয়ে থাকা অবস্থায় ফিরে যাক। তিনি চান বিশ্ব আরও বিশৃঙ্লখ হোক, সহিংসতা ছড়িয়ে পড়ুক, বিচ্ছিন্নতাবাদ দানা বাঁধুক। এটি পুরোপুরি বর্তমান বিশ্বের জন্য সর্বোচ্চ হুমকি। তবে আশার কথা মাইক পম্পেও সঠিক যুগে জন্মগ্রহণ করেননি। বর্তমান বিশ্ব হচ্ছে শান্তি, উন্নয়ন, সহযোগিতা ও পারস্পরিক কল্যাণের বিশ্ব। (ওয়াং হাইমান/আলিম/ছাই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040