বাংলাদেশ-ভারত বিমান চলাচল শুরু
  2020-10-28 19:31:29  cri

করোনার কারণে দীর্ঘ ৭ মাসের বেশি সময় বন্ধ থাকার পর বুধবার থেকে বাংলাদেশ-ভারত বিমান চলাচল শুরু হয়েছে।

হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে সিভিল এভিয়েশনের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান ও ভারতের হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী যৌথভাবে ফ্লাইট উদ্বোধন করেন। এয়ার বাবলের আওতায় ইউএস বাংলা এয়ারলাইন্স ঢাকা-চেন্নাই-ঢাকা, চট্টগ্রাম-চেন্নাই-চট্টগ্রাম ও ঢাকা-কলকাতা-ঢাকা রুটে ফ্লাইট পরিচালনা করছে। অনুষ্ঠানে হাইকমিশনার দেরাইস্বামী জানান, শিগগিরই পর্যটক ভিসা চালু করবে ভারত।

মাহমুদ হাশিম, ঢাকা থেকে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040