'ত্রয়োদশ পাঁচসালা পরিকল্পনা'-র সময় চীনে পরিবহন অবকাঠামোর দ্রুত উন্নয়ন
  2020-10-28 19:15:24  cri
অক্টোবর ২৮: 'ত্রয়োদশ পাঁচসালা পরিকল্পনা' বাস্তবায়নশেষে চীনে রেলপথের মোট দৈর্ঘ্য হবে ১ লাখ ৪৬ হাজার কিলোমিটার। চীনের যেসব শহরের লোকসংখ্যা ২ লাখের বেশি, সেসব শহরের ৯৯% রেলপথের আওতায় এসেছে। এর মধ্যে দ্রুতগতির রেলপথ হবে ৩৮ হাজার কিলোমিটার। দ্রুতগতির রেলপথের দৈর্ঘ্যের দিক দিয়ে চীন আছে বিশ্বে শীর্ষস্থানে।

চীনে বর্তমানে সড়কপথ আছে মোট ৫১ লাখ কিলোমিটার। ২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত দরিদ্র অঞ্চলগুলোতে শক্ত রাস্তা নির্মিত হয়েছে ৯৬ হাজার কিলোমিটার। চীনের ৫.৫৬ লাখ গ্রামে ডাকসেবা চালু হয়েছে। (ছাই/আলিম/তুহিনা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040