গত তিন মাসে চীনের অভ্যন্তরীণ রুটে যাত্রীর সংখ্যা অনেক বেড়েছে
  2020-10-28 18:36:22  cri
অক্টোবর ২৮: গত জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত চীনের অভ্যন্তরীণ রুটে যাত্রীর সংখ্যা ৯৮ শতাংশ পুনরুদ্ধার হয়েছে। চীনের পরিবহন মন্ত্রণালয়ের মুখপাত্র ও নীতি গবেষণা কার্যালয়ের পরিচালক উ ছুন কেং আজ (বুধবার) বেইজিংয়ে এক সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানান।

তিনি বলেন, কোভিড-১৯ মহামারীর আঘাতের মুখেই সেপ্টেম্বর পর্যন্ত চীনের পরিবহন খাতের স্থায়ী সম্পদে বিনিয়োগ ক্রমশ বেড়েছে। এই খাতে এ নিয়ে টানা পাঁচ বছর প্রবৃদ্ধি ধারা বজায় আছে। এ ছাড়া, পোস্ট এক্সপ্রেসের সংখ্যা বেড়েছে; চীন-ইউরোপ রেলপথে পণ্যবিনিময় বেড়েছে; অন্যান্য রুটে যাত্রীর সংখ্যাও বেড়েছে। এর মধ্যে গত সেপ্টেম্বর পর্যন্ত পোস্ট এক্সপ্রেসের মোট সংখ্যা ছিল ৫৬.১৪ বিলিয়ন, যা গত বছরের চেয়ে ২৭.৯ শতাংশ বেশি। আর চীন-ইউরোপ রেলপথে ট্রেন চলাচল করেছে ৮৭৫৬টি, যা গত বছরের একই সময়ের চেয়ে ৪৬ শতাংশ বেশি। অন্যদিকে, ট্রেনে ও নৌপথে বিভিন্ন পরিবহনযানের সংখ্যা ছিল ৫০.২৫ লাখ, যা ২৮.৪ শতাংশ বেশি। (ছাই/আলিম/তুহিনা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040