যুক্তরাষ্ট্রে প্রায় ৮ লাখ শিশু করোনাভাইরাসে আক্রান্ত
  2020-10-28 16:39:50  cri

অক্টোবর ২৮: সম্প্রতি আমেরিকান একাডেমি অব পেডিয়েট্রিক্স এবং ন্যাশনাল অ্যাসোসিয়েশান অব সিলড্রেন্স হসপিটালস অ্যান্ড রিলেটেড ইনস্টিটিউশান্স যৌথভাবে একটি রিপোর্ট প্রকাশ করে। রিপোর্ট অনুসারে, যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত প্রায় ৮ লাখ শিশু নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। আর গত দুই সপ্তাহে যুক্তরাষ্ট্রে ভাইরাসে আক্রান্ত শিশুর সংখ্যা ৯০ হাজারেরও বেশি।

রিপোর্ট অনুসারে, ২২ অক্টোবর পর্যন্ত যুক্তরাষ্ট্রে মোট ৭৯২১৮৮টি শিশু করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে, যা মোট আক্রান্ত লোকসংখ্যার ১১ শতাংশ। ৮ থেকে ২২ অক্টোবর পর্যন্ত আক্রান্ত শিশুর সংখ্যা ৯৪৫৫৫। এর মধ্যে ৯টি রাজ্যের প্রতিটিতে আক্রান্ত শিশুর সংখ্যা ২৫ হাজারের বেশি।

রিপোর্টে আরও বলা হয়, বিভিন্ন রাজ্যের হাসপাতালে ভর্তি শিশুর সংখ্যা মোট ভর্তিকৃত রোগীর ১ থেকে ৩.৬ শতাংশ এবং মৃত শিশুর সংখ্যা মোট মৃতের ০.২৩ শতাংশের নিচে।

যুক্তরাষ্ট্রের জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুসারে, স্থানীয় সময় ২৭ অক্টোবর সন্ধ্যা পর্যন্ত যুক্তরাষ্ট্রে নভেল করোনাভাইরাসে আক্রান্তের মোট সংখ্যা ৮৭.৭ লাখেরও বেশি এবং মোট মৃতের সংখ্যা প্রায় ২.২৬ লাখ।

(তুহিনা/আলিম/ছাই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040