অনেক কূটনীতিক করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার জাতিসংঘের সব সভা বাতিল
  2020-10-28 16:39:29  cri
 

অক্টোবর ২৮: জাতিসংঘে একটি দেশের স্থায়ী কূটনীতিকদলে ৫ জন সদস্য নভেল করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় গতকাল (মঙ্গলবার) জাতিসংঘ সদর দপ্তরের সব মিটিং বাতিল হয়েছে। জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র এ খবর জানান।

মুখপাত্র বলেন, কূটনীতিকদলে ৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পেতেই জাতিসংঘ চিকিত্সা বিভাগ তাদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখা লোকজনকে ট্রেসিং করা শুরু করে; সব মিটিংও বাতিল হয়। একই দিনে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সিরিয়া সমস্যাবিষয়ক সম্মেলন অনলাইনে অনুষ্ঠিত হয়। মুখপাত্র বলেন, এমন অবস্থা আরও কিছুদিন থাকবে।

উল্লেখ্য, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের শেষ সম্মেলন ২২ অক্টোবর অনুষ্ঠিত হয়। সেই সম্মেলনে অংশগ্রহণকারী সবার ভাইরাস টেস্ট করা হয়েছে।

(তুহিনা/আলিম/ছাই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040