মার্কিন কর্মকর্তাদের ভারত সফরে চীন-সংক্রান্ত অযৌক্তিক মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে চীন
  2020-10-28 12:11:00  cri

অক্টোবর ২৮: ভারতে নিযুক্ত চীনা দূতাবাস গতকাল (মঙ্গলবার) প্রকাশিত এক বিবৃতিতে, মার্কিন কর্মকর্তাদের ভারত সফরকালে চীন-সংক্রান্ত অযৌক্তিক মন্তব্যের কঠোর বিরোধিতা ও তীব্র নিন্দা জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ও প্রতিরক্ষামন্ত্রী মার্ক এস্পার চীনের বিরুদ্ধে অযৌক্তিক অভিযোগ করেছেন, তা আন্তর্জাতিক সম্পর্কের মানদণ্ড ও মৌলিক কূটনৈতিক নিয়মের লঙ্ঘন। এতে তাদের স্নায়ু-যুদ্ধের মানসিকতা প্রতিফলিত হয়েছে। চীন এর দৃঢ় বিরোধিতা করে।

চীন সবসময় শান্তিপূর্ণ উন্নয়নের পথে সামনে এগিয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্র তার নিজের আধিপত্য বজায় রাখার জন্য সবসময় চীনকে হুমকি হিসেবে দেখে আসছে। চীনের কমিউনিস্ট পার্টি হল ইতিহাস ও জনগণের সিদ্ধান্ত। চীনের উন্নয়ন ও জনগণের সুখী জীবন এ সিদ্ধান্তের যথার্থতা প্রমাণ করেছে।

যুক্তরাষ্ট্রের 'ভারত মহাসাগর ও প্রশান্ত মহাসাগরীয় কৌশল' আসলে যুক্তরাষ্ট্রের নেতৃত্ব বজায় রাখার প্রচেষ্টা। বর্তমান বিশ্বের চ্যালেঞ্জ ও জটিলতাগুলো বিভিন্ন দেশের সহযোগিতার মাধ্যমে দূর করা যায়।

চীন সবসময় মনে করে, বিভিন্ন দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক এ অঞ্চলের শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নের জন্য সহায়ক হওয়া উচিত এবং এতে তৃতীয় পক্ষের স্বার্থ নষ্ট করা উচিত নয়। চীন-ভারত সীমান্ত ইস্যুটি দু'দেশের ব্যাপার। দু'দেশ কূটনৈতিক ও সামরিক যোগাযোগের মাধ্যমে এ সমস্যা সমাধানের চেষ্টা করছে। এতে তৃতীয় পক্ষের হস্তক্ষেপের দরকার নেই।

(ইয়াং/তৌহিদ/ফেই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040