একনেক বৈঠকে ৫ হাজার কোটি টাকার ৩ প্রকল্প অনুমোদন
  2020-10-27 19:09:18  cri

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি-একনেক বৈঠক মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সে ও সংশ্লিষ্ট মন্ত্রীরা শেরে বাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে বৈঠকে যোগ দেন।

বৈঠকে শেষে পরিকল্পনা বিভাগের সচিব মো. আসাদুল ইসলাম জানান, ৫ হাজার ১৮৯ কোটি ৬৯ লাখ টাকা খরচে তিনটি প্রকল্প অনুমোদন দিয়েছে একনেক। এর মধ্যে ২ হাজার ৮৫৫ কোটি টাকা দেবে সরকার। সংশ্লেষ্ট সংস্থার নিজস্ব অর্থায়ন প্রায় ৬৪ কোটি আর বিদেশি ঋণ ২ হাজার ২৭০ কোটি টাকা।

অনুমোদিত তিনটি প্রকল্পের মধ্যে দুটি সংশোধিত ও একটি নতুন প্রকল্প। সংশোধিত প্রকল্প দুটি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের। এগুলো হলো সোনাপুর (নোয়াখালী)-সোনাগাজী (ফেনী)-জোয়ারগঞ্জ (চট্টগ্রাম) সড়ক উন্নয়ন (দ্বিতীয় সংশোধন প্রকল্প)। আর নতুন প্রকল্পটি হলো ঢাকা উত্তর সিটি করপোরেশনে ট্রাফিক অবকাঠামো উন্নয়ন ও সড়ক নিরাপত্তা।

মাহমুদ হাশিম, ঢাকা থেকে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040