তাইওয়ানে অস্ত্র বিক্রির পরিকল্পনা বাতিল করতে যুক্তরাষ্ট্রের প্রতি চীনের আহ্বান
  2020-10-27 18:43:46  cri

অক্টোবর ২৭: তাইওয়ানে অস্ত্র বিক্রির পরিকল্পনা মার্কিন রাষ্ট্রীয় দফতরে অনুমোদন পাওয়ার প্রেক্ষাপটে আজ (মঙ্গলবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন পিন বেইজিংয়ে বলেছেন, তাইওয়ানে অস্ত্র বিক্রির পরিকল্পনা বাতিল করতে ওয়াশিংটনের প্রতি আহ্বান জানায় বেইজিং।

বেইজিংয়ে এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে মুখপাত্র ওয়াং বলেন, তাইওয়ানে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রির সিদ্ধান্ত গুরুতরভাবে 'একচীন নীতি' এবং চীন ও যুক্তরাষ্ট্রের তিনটি যৌথ ইস্তাহারের নিয়ম, বিশেষ করে '৮১৭' ধারা লঙ্ঘন করেছে। এটি চীনের অভ্যন্তরীণ ব্যাপারেও সরাসরি হস্তক্ষেপ। এতে চীনের স্বার্বভৌমত্ব ও নিরাপত্তা হুমকির মুখে পড়েছে। এটি 'তাইওয়ানপন্থী' বিচ্ছিন্নতাদাবী গোষ্ঠীর কাছে ভুল সংকেতও পৌছে দেবে। চীন ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক এবং তাইওয়ান প্রণালীর দুই পারের শান্তি ও স্থিতিশীলতাও গুরুতরভাবে নষ্ট করবে এই আচরণ।

মুখপাত্র আরও বলেন, 'একচীন নীতি' এবং চীন ও যুক্তরাষ্ট্রের তিনটি যৌথ ইস্তাহারের নিয়ম মেনে চলতে যুক্তরাষ্ট্রকে তাগিদ দেয় চীন। তাইওয়ানে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রি বন্ধ করতে হবে। (ওয়াং হাইমান/আলিম/ছাই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040