চীনের পরবর্তী পাঁচসালা পরিকল্পনা বিশ্বের জন্য আরও সুযোগ সৃষ্টি করবে: সিআরআই সম্পাদকীয়
  2020-10-27 18:30:49  cri
অক্টোবর ২৭: চীনা কমিউনিস্ট পার্টি (সিপিসি)-এর উনিশতম কেন্দ্রীয় কমিটির পঞ্চম পূর্ণাঙ্গ সম্মেলন বেইজিংয়ে আয়োজিত হচ্ছে। কেন্দ্রীয় কমিটির সদস্য ও বিকল্প সদস্যরা সম্মেলনে অংশ নেন। সম্মেলনে কেন্দ্রীয় কমিটি'র 'চতুর্দশ পাঁচসালা পরিকল্পনা, ২০২১-২০২৫' ও ২০৩৫ সাল পর্যন্ত দীর্ঘমেয়াদী লক্ষ্যমাত্রা যাচাই করা হবে।

আসলে গোটা বিশ্ব চীনের ভবিষ্যতের পরিকল্পনার ওপর সজাগ দৃষ্টি রেখেছে।

২০১৬ থেকে ২০২০ সাল পর্যন্ত চীনের 'ত্রয়োদশ পাঁচসালা পরিকল্পনা' বাস্তবায়নের সময় চীনা নাগরিকদের জীবনমান অনেক উন্নত হয়েছে।

উক্ত পাঁচ বছরে চীনের নগরে কর্মসংস্থান বেড়েছে ৬ কোটি। প্রায় ৩ কোটি প্রবীণ মানুষ বার্ধক্য ভাতা পেয়েছেন। ২০১৯ সাল পর্যন্ত ৩.৮ কোটিরও বেশি দরিদ্র নাগরিক পাবলিক হাউজিংয়ে স্থানান্তরিত হয়েছেন। প্রায় ২.২ কোটি দরিদ্র নাগরিক ইজারা ভর্তুকি পেয়েছেন। ২০১৯ সালে চীনা নাগরিকদের গড় আয়ু ৭৭.৩ বছরে পৌঁছেছে। মৌলিক চিকিত্সা বিমা কাভারেজের হার ৯৫ শতাংশেরও বেশি। চীনে দারিদ্র্যের হার ২০১৫ সালের শেষ দিকের ৫.৭ শতাংশ থেকে ২০১৯ সালের শেষ দিকের ০.৬ শতাংশে কমেছে।

চীন হলো একটি ১৪০ কোটি লোকসংখ্যা বড় দেশ। চীনের ৪০ কোটিরও বেশি মধ্য-আয়ের মানুষ আছে। চীনা বাজারের চাহিদা প্রচুর।

এবারের সম্মেলনের আগে চীনের শীর্ষ নেতা বহুবারের মতো বিভিন্ন বিষয় জরিপ ও বিভিন্ন স্থান পরিদর্শন করেছেন। চিকিত্সা, স্বাস্থ্য, বাড়িঘর, এমনকি শরীরচর্চার বিষয় পরবর্তী পাঁচসালা পরিকল্পনায় অন্তর্ভুক্ত হবে। চীন বিভিন্ন দেশের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রের সহযোগিতা জোরদার করতে ইচ্ছুক। (ছাই/আলিম/তুহিনা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040