চীনে বেসরকারি প্রতিষ্ঠানের উন্নয়নে ধারাবাহিক ব্যবস্থাগ্রহণ
  2020-10-26 19:50:48  cri
অক্টোবর ২৬: চীনে সম্প্রতি 'বেসরকারি প্রতিষ্ঠানের সংস্কার, উন্নয়ন ও কাঠামো পরিবর্তনে সহায়তা-প্রস্তাব' প্রকাশিত হয়েছে। প্রস্তাবে কার্যকরভাবে প্রতিষ্ঠানগুলোতে উত্পাদন ও ব্যবস্থাপনার খরচ কমানো এবং বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহার বৃদ্ধিসহ বিভিন্ন ধারা রাখা হয়েছে। কমিশনের উপ মহাসচিব চাও ছেন স্যিন আজ (সোমবার) এক ব্রিফিংয়ে এ কথা জানান।

চাও ছেন স্যিন বলেন, বেসরকারি প্রতিষ্ঠানে আস্থা হলো চাবিকাঠি, ন্যায্যতা হলো ভিত্তি, এবং নব্যতাপ্রবর্তন হলো কেন্দ্রীয় উদ্দেশ্য। বেসরকারি প্রতিষ্ঠানগুলোর চালিকাশক্তি ও সৃজনশীলতা বাড়াতে হবে।

সম্প্রতি জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশন, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং শিল্প ও তথ্য মন্ত্রণালয়সহ ছয়টি সংস্থা যৌথভাবে প্রস্তাবটি প্রকাশ করে। (ছাই/আলিম/তুহিনা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040