'ভুল ভালবাসা'
  2020-10-26 15:46:48  cri


বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমি আপনাদেরকে আলিলাং নামের একটি ব্যান্ডের পরিচয় দিবো। ব্যান্ডটি 'মূলভূমির সংগীতের প্রথম ব্যান্ড' হিসেবে পরিচিত। কন্ঠশিল্পী ছুয়ান হ্যে, ছুই জিন শুই ও জিন জুন লংকে নিয়ে ব্যান্ডটি গঠিত হয়। তিন জনই চীনের জিলিন প্রদেশের ইয়ানবিয়ানের কোরীয় জাতির বাসিন্দা। প্রথমে শোনাবো তাঁদের কন্ঠে 'প্রতিবেশী থাইশান' শীর্ষক গান। গানটি ২০১৮ সালে রিলিজ হয়। গানটি তিন জনের নিজেদের লেখা গান। তখন সারা চীনে গানটি খুবই জনপ্রিয় ছিল। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন ব্যান্ড আলিলাংয়ের কন্ঠে 'প্রতিবেশী থাইশান' শীর্ষক গান। ২০০২ সালে তিন গায়ক চীনের কোরীয় জাতির লোকসংগীত 'আলিলাং' গান অভিযোজন করেন। তিনজনের অভিযোজিত 'আলিলাং' চীনে জনপ্রিয় হয়ে ওঠে। ব্যান্ড আলিলাংও খুবই জনপ্রিয় হয়ে ওঠে। তিন বন্ধুর সংগীতের বিশেষ বৈশিষ্ট্য রয়েছে। লোকসংগীতের মধ্যে পপ, রক ইত্যাদি আন্তর্জাতিক বহুমুখী শৈলী যোগ দেন তাঁরা। এখন শোনাবো তাঁদের কন্ঠে 'অর্কিড আঙুল' শীর্ষক গান। গানটি ২০০৯ সালে রিলিজ হয়। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন ব্যান্ড আলিলাংয়ের 'অর্কিড আঙুল' শীর্ষক গান। ব্যান্ডটি ২০০৩ সালে প্রথম অ্যালবাম প্রকাশ করেন। ব্যান্ডটি 'সর্বাধিক সম্ভাবনাময় ও সক্ষম মেইনল্যান্ড সিংগিং গ্রুপ' হিসাবে পরিচিত। কিন্তু ২০১৩ সালে ব্যান্ডটির একজন সদস্য ব্যান্ড ত্যাগ করেন। সেজন্য ব্যান্ডটিও ভেঙ্গে যায়। ২০১৭ সালে ছুয়ান হ্য, ছুই জিন শুই ও জিন জুন লং পুনরায় ব্যান্ডটি গড়ে তোলেন। এখন শোনাবো তাঁদের কন্ঠে 'তোমাকে ভুলে যাওয়া খুব কঠিন' শীর্ষক গান। গানটি ২০১১ সালে রিলিজ হয়। সংগীতের সুর রচনা করেন তিন কন্ঠশিল্পী। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন ব্যান্ড আলিলাংয়ের কন্ঠে 'তোমাকে ভুলে যাওয়া খুব কঠিন' শীর্ষক গান। ২০০৩ সালে আলিলাং দক্ষিণ কোরিয়ার সংগীত-জগতে প্রবেশ করে। দক্ষিণ কোরিয়ায় খুবই জনপ্রিয় হয়ে ওঠে ব্যান্ডটি। ২০০৩ সালের অগাষ্ট মাসে আলিলাং কোরীয় ভাষায় অ্যালবাম প্রকাশ করে। ব্যাডটি হলো দক্ষিণ কোরিয়ায় জনপ্রিয় হয়ে ওঠা প্রথম চীনা ব্যান্ড। এখন শোনাবো ব্যান্ডের 'আবারও তোমাকে ভালবাসি' শীর্ষক গান। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন ব্যান্ড আলিলাংয়ের কন্ঠে 'আবারও তোমাকে ভালবাসি' শীর্ষক গান। যদিও আলিলাং বর্তমানে একটি জনপ্রিয় ব্যান্ড, তবুও তাঁরা অনেক পরিশ্রম করে সাফল্য অর্জন করেন। ২০০০ সালে তাঁরা বেইজিংয়ে আসার প্রথম দিকে কোনো টাকা ও কাজ ছিল না। আলিলাং'র সদস্যরা আগে ইয়ানবিয়াং শিল্প বিদ্যালয়ের সহপাঠী ছিলেন। তাঁরা খুবই ঘনিষ্ঠ বন্ধু। তাদের আধুনিক নাচে আগ্রহ বেশি। এখন শোনাবো তাঁদের কন্ঠে 'ভুল ভালবাসি' শীর্ষক গান। গানটি ২০১৭ সালে রিলিজ হয়। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন আলিলাংয়ের কন্ঠে 'ভুল ভালবাসি' শীর্ষক গান। যদিও আলিলাংয়ের রচিত সংগীতে লোকসংগীতের শৈলী দেখা যায়, তবুও আলিলাংয়ের নিজের বৈশিষ্ট্য আছে। এখন শোনাবো ব্যান্ডের 'জেসমিন ফুল' শীর্ষক গান। গানটি হলো চীনের সবচেয়ে বিখ্যাত্ লোকসংগীত। অনেক বিদেশির কাছে গানটি চীনের একটি প্রতীক। আলিলাং নতুন শৈলী দিয়ে সংগীতটি পুনরায় পরিবেশন করে। আশা করি, আলিলাংয়ের কন্ঠে গানটি পছন্দ করবেন।

প্রিয় শ্রোতা, এতোক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের অনুষ্ঠানে আপনারা কোনো পছন্দের গান শুনতে চান, তাহলে জানাবেন। আমাদের ই-মেইল ঠিকানা ben@cri.com.cn। আর আমার নিজস্ব ইমেইল ঠিকানা caiyue@cri.com.cn। 'গানের অনুরোধ' আমার নিজস্ব ই-মেইল ঠিকানায় পাঠালে ভালো হয়। আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিন, একই সময়ে আবারও আপনাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। চাই চিয়ান। (ছাই/আলিম/রুবি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040