নেতিবাচক তালিকাব্যবস্থা শক্তিশালী করতে হবে: চীনা গণব্যাংকের প্রধান
  2020-10-25 18:24:01  cri

অক্টোবর ২৫: চীনা গণব্যংকের প্রধান ই কাং গতকাল (শনিবার) বলেছেন, অর্থ শিল্পের উন্মুক্তকরণ অব্যাহতভাবে এগিয়ে নিতে হবে, যাতে ব্যবসায়িক পরিবেশ রক্ষা করা যায়। পাশাপাশি, উন্মুক্তকরণ ও রূপান্তরকে এগিয়ে নিতে নেতিবাচক তালিকাব্যবস্থাও শক্তিশালী করতে হবে।

তিনি বলেন, বিগত দুই বছরে চীনা অর্থ শিল্পের উল্লেখযোগ্য উন্নয়ন হয়েছে। এতে ৫০টিরও বেশি উন্মুক্তকরণ ব্যবস্থা প্রকাশিত হয়েছে। চীনা অর্থ শিল্পের উন্মুক্তকরণের গতি বাড়লেও, বিদেশি পুঁজি বিনিয়োগকারী শিল্পপ্রতিষ্ঠানগুলোর জন্য এখনও অনুমোদন পাওয়া কঠিন।

তিনি বলেন, রেনমিনপি'র বিনিময় হার এবং রেনমিনপি'র আন্তর্জাতিকায়ন কাজে লাগাতে হবে। নতুন পরিস্থিতির প্রেক্ষাপটে রেনমিনপি'র বিনিময় হারে ভারসাম্য প্রতিষ্ঠার ওপর গুরুত্ব দিতে হবে। রেনমিনপি'র ব্যবহারসংক্রান্ত সমর্থন ব্যবস্থা আরও সুসংহত করতে হবে। পাশাপাশি, উন্মুক্তকরণের গতি দ্রুত হওয়ার সঙ্গে সঙ্গে ঝুঁকি মোকাবিলার দক্ষতাও বাড়াতে হবে। (ওয়াং হাইমান/আলিম/ছাই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040