চীনা সাহায্যের জন্য ধন্যবাদ জানালেন আফ্রিকান ইউনিয়নের ভাইস-প্রেসিডেন্ট
  2020-10-24 19:02:59  cri

অক্টোবর ২৪: কোভিড-১৯ মহামারী মোকাবিলায় আফ্রিকান ইউনিয়নকে আরেক দফায় ত্রাণ-সামগ্রী পাঠিয়েছে চীন। স্থানীয় সময় গতকাল (শুক্রবার) আফ্রিকান ইউনিয়নের ভাইস-প্রেসিডেন্ট চীন সরকারকে এ জন্য আবারও ধন্যবাদ জানান। তিনি বলেন, আফ্রিকাসহ বিশ্বের সামনে দৃষ্টান্ত স্থাপন করেছে চীন।

তিনি বলেন, চীন ও আফ্রিকার মৈত্রী সুদীর্ঘকালের। বহুপক্ষবাদ ও ন্যায্যতার পক্ষে দু'পক্ষের সহযোগিতা অব্যাহতভাবে গভীর হচ্ছে। চীনের সঙ্গে সহযোগিতা বাড়াতে এবং চীন ও আফ্রিকার সার্বিক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্বের সম্পর্ক এগিয়ে নিতে আফ্রিকান কমিটি ইচ্ছুক।

এসময় আফ্রিকান ইউনিয়নে চীনের বিশেষ দূত লিউ ইয়ু সি বলেন, আফ্রিকান ইউনিয়ন ও আফ্রিকার দেশগুলোর যৌথ প্রচেষ্টায় মহামারী মোকাবিলায় প্রত্যাশার চেয়ে বেশি সাফল্য অর্জিত হয়েছে।

এ পর্যন্ত, আফ্রিকার বিভিন্ন দেশ এবং আফ্রিকান ইউনিয়নে ৪০০ টন জরুরি ত্রাণসামগ্রী পাঠিয়েছে চীন সরকার। পাশাপাশি, ১০টিরও বেশি আফ্রিকান দেশের চিকিত্সা বিশেষজ্ঞদল এবং ৪২টি আফ্রিকান দেশের ৪৬টি হাসপাতালকে প্রয়োজনীয় সহযোগিতা দিয়েছে চীনা সরকার। (ওয়াং হাইমান/আলিম/তুহিনা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040