শাংহাইয়ে দ্বিতীয় আর্থিক শীর্ষসম্মেলন অনুষ্ঠিত; চীনা ভাইস প্রেসিডেন্টের ভাষণ
  2020-10-24 19:02:14  cri

অক্টোবর ২৪: শাংহাইয়ে দ্বিতীয় আর্থিক শীর্ষসম্মেলন আজ (শনিবার) সকালে শুরু হয়। চীনের ভাইস প্রেসিডেন্ট ওয়াং ছি শান উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও-বক্তব্য দেন।

বক্তব্যে তিনি বলেন, মানবজাতি ইতোমধ্যেই আন্তঃসংযোগ ও আন্তঃযোগাযোগের নতুন সময়পর্বে প্রবশ করেছে। বিভিন্ন দেশের স্বার্থ ঘনিষ্ঠভাবে সংযুক্ত রয়েছে। অর্থনীতির বিশ্বায়ন হচ্ছে ইতিহাসের সঠিক বাছাই।

তিনি বলেন, চীনা অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে 'ডাবল লুপ' একটি বহুল ব্যবহৃত টার্ম। এটা চীনা অর্থনীতির উন্নয়নের জন্য কৌশলগত নির্দেশনা দিয়েছে। এটি চীনা অর্থনীতির সম্ভাবনার দ্বার খুলে দেবে।

তিনি উল্লেখ করেন, অভ্যন্তরীণ চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে চীনা জনগণের সমস্যাগুলোর ভালভাবে সমাধান করতে হবে। বর্তমানে সংরক্ষণবাদ বাড়ছে এবং বৈশ্বিক অর্থনীতির নিম্নদিকে চলে যাওয়ার প্রেক্ষাপটে বাইরের বাজারের ওপর অতিরিক্ত নির্ভরতাও বাড়ছে। এ অবস্থায় দেশের অভ্যন্তরীণ চাহিদা পূরণের প্রতি বিশেষ গুরুত্ব দিতে হবে, যা বাইরের ঝুঁকি ও চ্যালেঞ্জ মোকাবিলায় সহায়ক। (ওয়াং হাইমান/আলিম/তুহিনা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040