মধ্যপ্রাচ্যে কোভিড-১৯ মহামারী পরিস্থিতির অবনতি
  2020-10-24 19:01:33  cri

অক্টোবর ২৪: মধ্যপ্রাচ্যে কোভিড-১৯ মহামারী অব্যাহতভাবে ছড়িয়ে পড়ছে। সম্প্রতি কিছু দেশে এই ভাইরাসে একদিনে নতুন করে আক্রান্ত রোগীর সংখ্যা আবারও নতুন রেকর্ড সৃষ্টি করেছে। ভাইরাস ঠেকাতে অনেক দেশ কঠোর ব্যবস্থা নিয়েছে।

ইরানি স্বাস্থ্য মন্ত্রণালয় গতকাল (শুক্রবার) জানায়, বিগত ২৪ ঘন্টায় ইরানে ভাইরাসে নতুন করে আক্রান্ত রোগীর সংখ্যা ৬১৩৪ জন। দেশটিতে এই ভাইরাসে মোট ৫ লাখ ৫৬ হাজার ৮৯১ জন আক্রান্ত হয়েছেন। এতে ৩১ হাজার ৯৮৫ জন মারা গেছেন। হাসপাতাল থেকে সুস্থ হয়েছেন ৪ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। বর্তমান আইসিইউ'তে আরও ৪৯৩৩ জন আছেন। ভাইরাসে আক্রান্ত ৪৩টি গুরুতর অঞ্চলে আগামী সোমবার থেকে এক সপ্তাহের জন্য কঠোর ব্যবস্থা জারি থাকবে বলে জানিয়েছেন ইরানি প্রেসিডেন্ট হাসান রুহানি।

এদিকে, মরক্কোয় গতকাল শুক্রবার রেকর্ডসংখ্যক লোক ভাইরাসের কারণে মারা গেছেন। ২৪ ঘন্টায় দেশটিতে এই ভাইরাসে নতুন করে আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ৩৬৮৫ জন, ৭৩ জন মারা গেছেন।

এদিন সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, বিগত ২৪ ঘন্টায় দেশটিতে এই ভাইরাসে নতুন করে আক্রান্ত রোগীর সংখ্যা ৩৮৩ জন। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, কেউ পাবলিক জায়গায় মাস্ক না পরলে, ২৬৬ মার্কিন ডলার আর্থিক শাস্তি দেওয়ার বিধান জারি করা হয়েছে। (ওয়াং হাইমান/আলিম/তুহিনা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040