মাইক পম্পেওর অপবাদ খণ্ডন করেছেন চীনের মুখপাত্র
  2020-10-23 18:59:36  cri
অক্টোবর ২৩: আজ (শুক্রবার) বিকেলে বেইজিংয়ে অনুষ্ঠিত এক নিয়মিত সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চাও লি চিয়েন চীনের কমিউনিস্ট পার্টি নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর অপবাদ খণ্ডন করেছেন।

চাও লি চিয়েন বলেন, সম্প্রতি পম্পেওসহ একশ্রেণীর মার্কিন রাজনীতিবিদ চীনের কমিউনিস্ট পার্টির বিরুদ্ধে নানা মিথ্যা কথা বলে অশুভ আক্রমণ করছে এবং মতাদর্শগত দ্বন্দ্ব প্রচার করে আসছে।

তবে, তাদের অপবাদে সিপিসি ও চীন সরকারের ওপর চীনা জনগণের সমর্থন বেড়েছে বলে জানান মুখপাত্র। আন্তর্জাতিক প্রভাবশালী সংস্থার এক জরিপে দেখা যায়, সিপিসি সরকারের প্রতি জনসন্তুষ্টি ৯০ শতাংশ ছাড়িয়ে গেছে। যা বিভিন্ন দেশের সরকারব্যবস্থার মধ্যে প্রথম স্থানে রয়েছে। চলিত বছর থেকে সিপিসি'র নেতৃত্বে চীনা জনগণ মহামারীর বিরুদ্ধে কৌশলগত বিজয় অর্জন করেছে।

আন্তর্জাতিক সমাজ পম্পেওর মিথ্যা কথা বিশ্বাস করে না বলে জোর দিয়ে বলেন মুখপাত্র। তিনি বলেন, সিপিসি'র প্রতিষ্ঠার ৯৯তম বার্ষিকী উপলক্ষ্যে বিশ্বের শতাধিক রাজনৈতিক দল চীনকে অভিনন্দন জানিয়েছে এবং সিপিসি'র নেতৃত্বের প্রশংসাও করেছে। (লিলি/তৌহিদ/শুয়েই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040