ইরান ও রাশিয়া মার্কিন নির্বাচনে হস্তক্ষেপ করেছে- যুক্তরাষ্ট্রের দাবি
  2020-10-22 16:46:23  cri

অক্টোবর ২২: মার্কিন জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক জন রেটক্লিফ গতকাল (বুধবার) বলেছেন যে, ইরান ও রাশিয়া তাদের নির্বাচনে হস্তক্ষেপের জন্য মার্কিন ভোটারদের তথ্য সংগ্রহ করেছে। ইরান এক প্রতিক্রিয়ায় জানায়, এ বিষয়ে তাদের কোনও আগ্রহ নেই।

জানা গেছে, মার্কিন জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক জন রেটক্লিফ বলেছেন যে, মার্কিন নির্বাচন সম্পর্কিত জনমত প্রভাবিত করার চেষ্টা করার জন্য ইরান ও রাশিয়া সুনির্দিষ্ট পদক্ষেপ নিয়েছে।

তিনি বলেন, ইরান ও রাশিয়া যুক্তরাষ্ট্রে ভোটার নিবন্ধনের বিষয়ে কিছু তথ্য পেয়েছিল। এই ডেটা ভোটারদের কাছে তথ্য প্রেরণে ব্যবহার করা যেতে পারে, বিভ্রান্তি সৃষ্টি করা ও নির্বাচনের প্রতি তাদের আস্থা কমাতে পারে।

জাতিসংঘে ইরানের স্থায়ী মিশনের মুখপাত্র এ সম্পর্কে বলেন, যুক্তরাষ্ট্রের নির্বাচন নিয়ে তাদের কোনও মাথাব্যথা নেই। অন্যদিকে, রাশিয়া মার্কিন নির্বাচনে বার হস্তক্ষেপের কথা অস্বীকার করেছে।

মার্কিন গোয়েন্দা সংস্থা ২০১৬ সালের মার্কিন নির্বাচনে রাশিয়ার বিরুদ্ধে হস্তক্ষেপের অভিযোগ করেছে এবং রাশিয়া বারবার মার্কিন অভিযোগ অস্বীকার করেছে।

(জিনিয়া/তৌহিদ/শুয়েই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040