অস্ট্রেলিয়ার চীন-বিরোধী তথাকথিত থিংকট্যাংকের প্রকৃত ভাবমূর্তি প্রকাশ
  2020-10-22 14:04:05  cri
অক্টোবর ২২: অস্ট্রেলিয়ান স্ট্র্যাটেজিক পলিসি ইনস্টিটিউট (এএসপিআই) বরাবরই চীন-বিরোধী মার্কিন শক্তির সঙ্গে যৌথভাবে চীনের বিরুদ্ধে ভূমিকা পালন করে আসছে। সম্প্রতি অস্ট্রেলিয়ান সিটিজেন পার্টির ওয়েবসাইটে এক সম্পাদকীয়তে বলা হয়, এটি একটি প্রতারণামূলক যন্ত্র। এএসপিআই চীনকে লক্ষ্য করে 'ইরাকে ব্যাপক জৈব-রাসায়নিক অস্ত্র থাকার মতো চীন-বিরোধী গুজব ছড়িয়ে থাকে।

সম্পাদকীয়তে বলা হয়, মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়, কিছু বিদেশি সরকার, ন্যাটো ও আন্তঃদেশীয় অন্ত্র নির্মাণকারীর আর্থিক সহায়তায় গঠিত এই বিতর্কিত সংস্থা। এর লক্ষ্য হচ্ছে চীন-বিরোধী মার্কিন শক্তির সঙ্গে মিলেমিশে চীনের বিরুদ্ধে স্নায়ুযুদ্ধের চেতনায় বিরুদ্ধাচরণ ও অপমানজনক আচরণ করতে অস্ট্রেলিয়াকে বাধ্য করা। এ সংস্থাটি চীন-অস্ট্রেলিয়া সম্পর্ক অবনতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

গত সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ান সিটিজেন পার্টি ধারাবাহিক প্রতিবেদনে চীন-বিরোধী গুজব প্রচার, চীন-অস্ট্রেলিয়া সম্পর্ক নষ্ট করার ক্ষেত্রে অস্ট্রেলিয়ান স্ট্র্যাটেজিক পলিসি ইনস্টিটিউট ও অস্ট্রেলিয়ার গোয়েন্দা সংস্থার তৎপরতা বিশ্লেষণ করেছিল। সে সব প্রতিবেদনে বলা হয়, অস্ট্রেলিয়ার গোয়েন্দা সংস্থা এক শ্রেণির চীন-বিরোধী ব্যক্তির মাধ্যমে 'চীনের হুমকি' প্রচার করে থাকে। প্রমাণহীন তথ্য-উপাত্তের ভিত্তিতে তারা চীনের বিরুদ্ধে অপমানজনক কাজ করে আসছে।

তা ছাড়া, অস্ট্রেলিয়ার স্বাধীন গণমাধ্যম এপিএসির খবরে জানা গেছে, অস্ট্রেলিয়ান স্ট্র্যাটেজিক পলিসি ইনস্টিটিউট বিদেশি সরকার ও কোম্পানির কাছ থেকে কয়েক লাখ মার্কিন ডলার অর্থ গ্রহণ করেছে।

(রুবি/তৌহিদ/আকাশ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040