গত মে থেকে সেপ্টেম্বর পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত প্রায় ৩০০জন মানুষ হয়রানির শিকার হয়েছিল
  2020-10-21 18:44:21  cri

অক্টোবর ২১: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চাও লি চিয়েন আজ (বুধবার) বেইজিংয়ে এক নিয়মিত সংবাদ সম্মেলনে বলেছেন, গত কয়েক মাসে যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত চীনা শিক্ষার্থীদের তদন্তের জন্য বিচারিক শক্তির অপব্যবহার করে এবং এমনকি তাদের গ্রেপ্তার ও বিচারের জন্য মিথ্যা অভিযোগও তৈরি করে আমেরিকা। মার্কিন বিমানবন্দর ত্যাগ করার সময় অনেক চীনা শিক্ষার্থী মার্কিন আইন প্রয়োগকারী কর্মকর্তাদের দীর্ঘ হয়রানির শিকার হন। তাদের মোবাইল ফোন, কম্পিউটার ও অন্যান্য আইটেমগুলো গণহারে চেক করা হয়; এমনকি আটক করা হয়! মে থেকে সেপ্টেম্বর পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত প্রায় ৩০০ ব্যক্তি হয়রানির শিকার হয়।

মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্রের উপরোক্ত উল্লিখিত পদক্ষেপগুলো মানবাধিকার রক্ষায় দেশটির মিথ্যা মুখোশ পুরোপুরি উন্মোচিত করেছে। ওয়াশিংটন মার্কিন যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত চীনা শিক্ষার্থীদের বৈধ অধিকার ও স্বার্থ গুরুতরভাবে লঙ্ঘন করেছে এবং চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে সাধারণ সাংস্কৃতিক আদান-প্রদান ও শিক্ষাগত সহযোগিতা কঠোরভাবে ক্ষুণ্ণ করেছে। চীন এর তীব্র নিন্দা জানায়।

চীন যুক্তরাষ্ট্রকে সেদেশে অধ্যয়নরত চীনা শিক্ষার্থীদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ বন্ধ করার আহ্বান জানায়। বেইজিং অবশ্যই চীনা নাগরিকদের বৈধ অধিকার ও স্বার্থরক্ষার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে।

(জিনিয়া/তৌহিদ/শুয়েই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040