মালি, নাইজার ও বুর্কিনা ফাসোকে ৪৩ মিলিয়ন ইউরো সহায়তা দেবে ইইউ
  2020-10-21 17:02:52  cri
অক্টোবর ২১: মধ্য আফ্রিকার মানবিক পরিস্থিতি উন্নয়নে মালি, নাইজার ও বুর্কিনা ফাসোকে আরও ৪৩ মিলিয়ন ইউরো সহায়তার ঘোষণা করেছে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ। আসন্ন দুর্ভিক্ষ ও অন্যান্য সমস্যা মোকাবেলায় গতকাল (মঙ্গলবার) এ সহায়তার ঘোষণা আসে।

এদিন ইউরোপীয় ইউনিয়ন জাতিসংঘ, ডেনিশ সরকার ও জার্মান সরকারের সঙ্গে মালি, নাইজার ও বুর্কিনা ফাসোর জন্য অর্থ সংগ্রহের লক্ষ্যে একটি অনলাইন মন্ত্রী পর্যায়ের সম্মেলন অনুষ্ঠিত হয়। ২৩.৬ মিলিয়ন ইউরো তিনটি দেশে মানবিক কাজে ব্যবহৃত হবে এবং বাকি ২০ মিলিয়ন ইউরো দেশ তিনটির চলমান খাদ্য সঙ্কট মোকাবিলায় বিশ্ব খাদ্য কর্মসূচির তহবিলের মাধ্যমে ব্যয় করা হবে।

ইইউ'র সহায়তা থেকে তিনটি দেশের গর্ভবতী নারী, প্রসূতি ও ঝুঁকিপূর্ণ শিশুদের কল্যাণে গুরুত্ব দেওয়া হবে এবং এ খাদ্য সহায়তা ৬৫ হাজার লোকের কাছে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।

(জিনিয়া/তৌহিদ/শুয়েই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040