উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন পক্ষকে সর্বাধিক সংযম বজায় রাখতে গুতেরহিসের আহ্বান
  2020-10-21 15:56:19  cri
অক্টোবর ২১: আঞ্চলিক স্থিতিশীলতা নষ্টকারী সম্ভাব্য অভিযান এড়াতে উপসাগরীয় অঞ্চলের সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষকে সর্বাধিক সংযম বজায় রাখার তাগিদ দিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরহিস।

গতকাল (মঙ্গলবার) তিনি উপসাগরীয় অঞ্চলের পরিস্থিতিবিষয়ক নিরাপত্তা পরিষদের মন্ত্রী পর্যায়ের ভিডিও সম্মেলনে তিনি এই তাগিদ দেন।

তিনি বলেন, বর্তমানে উপসাগরীয় অঞ্চলের উত্তেজনাকর পরিস্থিতি তীব্রতর হচ্ছে। আরো বড় সংঘর্ষের ঘটনায় তিনি উদ্বিগ্ন। পারস্পরিক আস্থার পরিবেশ সৃষ্টি, আঞ্চলিক সংলাপ এগিয়ে নেওয়া এবং বিভিন্ন দেশের জনগণের স্বার্থকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি। জাতিসংঘ অব্যাহতভাবে উপসাগরীয় অঞ্চলে পরিস্থিতি প্রশমনে প্রচেষ্টা করবে বলে উল্লেখ করেন মহসচিব। সংশ্লিষ্ট সব পক্ষের মধ্যে মতৈক্যে পৌঁছানোর শর্তে তিনি যে কোনো ধরনের আঞ্চলিক সংলাপ আয়োজনে আগ্রহ প্রকাশ করেছেন।

তিনি বলেন, পরমাণুর বিস্তার রোধ করা উপসাগরীয় অঞ্চলের স্থিতিশীলতার সঙ্গে সম্পর্কিত। সর্বপ্রথম তিনি মনে করেন, ইরানের পরমাণু ইস্যুবিষয়ক সার্বিক চুক্তিটি হলো পরমাণু বিস্তার রোধ এবং আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপায়।

(লিলি/তৌহিদ/শুয়েই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040