উপসাগর অঞ্চলের স্থিতিশীলতা বজায় রাখার ওপর রুশ পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
  2020-10-21 15:25:16  cri

অক্টোবর ২১: রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভ গতকাল (মঙ্গলবার) বলেন, উপসাগর অঞ্চলের স্থিতিশীলতা বজায় রাখা আন্তর্জাতিক সমাজের গুরুত্বপূর্ণ দায়িত্ব। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের উপসাগর অঞ্চলের পরিস্থিতিবিষয়ক মন্ত্রী পর্যায়ের ভিডিও-সম্মেলনে লাভরভ এ মন্তব্য করেন।

লাভরভ বলেন, উপসাগর অঞ্চলের পরিস্থিতি অস্থিতিশীল হলে আন্তর্জাতিক সম্পর্কের ওপরে তার নেতিবাচক প্রভাব পড়বে। উপসাগর অঞ্চলের পরিস্থিতির ওপরে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের উচিত দীর্ঘমেয়াদে নজর রাখা।

রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমানে এ অঞ্চলের পরিস্থিতি তেমন স্থিতিশীল নয়, বিশেষ করে বিভিন্ন পক্ষের মধ্যে ধর্মীয় সংঘর্ষসহ বিভিন্ন মতভেদ বিরাজ করছে। এ অবস্থা চলতে থাকলে তা হবে বিপজ্জনক।

তিনি আরও বলেন, একপক্ষবাদ বা হুমকি-ধামকিতে কোনো কাজ হবে না। বিভিন্ন দেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা ও ভূখন্ডের অখণ্ডতার ভিত্তিতে একটি ব্যবস্থা গড়ে তুলতে হবে। ২০১৫ সালের জুলাই মাসে ইরান ও সংশ্লিষ্ট ৬টি দেশের মধ্যে স্বাক্ষরতি সার্বিক চুক্তি হলো উপসাগর অঞ্চলের পরিস্থিতি স্থিতিশীল রাখার গুরুত্বপূর্ণ হাতিয়ার। (ইয়াং/আলিম/তান)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040