ইসরাইল ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে ৪টি দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত
  2020-10-21 15:20:36  cri

অক্টোবর ২১: গতকাল (মঙ্গলবার) ইসরাইলের প্রধানমন্ত্রীভবন থেকে প্রকাশিত বিবৃতিতে জানানো হয়, দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু একই দিনে সফররত সংযুক্ত আরব আমিরাতের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করে ৪টি দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর করেন।

বিবৃতিতে বলা হয়, দু'দেশের মধ্যে বিনিয়োগ রক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি, বিমান চলাচল এবং ভিসাসংক্রান্ত ৪টি চুক্তি বা স্মারক স্বাক্ষরিত হয়।

চুক্তি স্বাক্ষরশেষে নেতানিয়াহু বলেন, এসব চুক্তি দু'দেশের মধ্যে বাণিজ্যিক সহযোগিতা ও যোগাযোগ বাড়ানোর ক্ষেত্রে সহায়ক হবে। সংযুক্ত আরব আমিরাতের অর্থ প্রতিমন্ত্রী অবেদ হুমায়দ তাজির বলেন, এসব চুক্তির মাধ্যমে দু'দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে এবং আর্থিক সহযোগিতা আরও ফলপ্রসূ হবে। (ইয়াং/আলিম/তান)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040