নিরাপত্তা পরিষদের উপসাগরীয় অঞ্চলবিষয়ক অনলাইন অধিবেশনে ওয়াং ই'র অংশগ্রহণ
  2020-10-21 10:43:58  cri
অক্টোবর ২১: চীনের রাষ্ট্রীয় কাউন্সিলর ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই গতকাল (মঙ্গলবার) সন্ধ্যায় বেইজিং থেকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের উপসাগরীয় অঞ্চলবিষয়ক মন্ত্রী পর্যায়ের অনলাইন অধিবেশনে অংশগ্রহণ করেন।

এ সময় ওয়াং ই বলেন, উপসাগরীয় অঞ্চলে উত্তেজনাময় পরিস্থিতি বিরাজ করছে, যা আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। নিরাপত্তা পরিষদের সদস্যবৃন্দ ও এ অঞ্চলের সব দেশের উচিত আন্তরিকতার সঙ্গে শান্তি রক্ষার উপায় খোঁজা এবং বিভিন্ন দেশের জনগণের প্রত্যাশা পূরণ করা।

ওয়াং ই আরও বলেন, ইরান-পরমাণুচুক্তি রক্ষার ভিত্তিতে উপসাগরীয় অঞ্চলে বহুপক্ষীয় বৈঠকের প্ল্যাটর্ফম প্রতিষ্ঠা করতে হবে।

ওয়াং ই আরও বলেন, উপসাগরীয় অঞ্চলের দেশগুলো চীনের ভালো বন্ধু ও সুঅংশীদার। চীন এতদঞ্চলের বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সমাজের সঙ্গে সহযোগিতার ভিত্তিতে এ অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষার জন্য অবদান রাখতে ইচ্ছুক। (রুবি/আলিম/আকাশ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040