যুক্তরাষ্ট্রের উচিত মিথ্যা বলা বন্ধ করে নিজস্ব সমস্যা সমাধান করা: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়
  2020-10-20 18:58:04  cri
অক্টোবর ২০: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চাও লি চিয়েন আজ (মঙ্গলবার) বেইজিংয়ে এক নিয়মিত সংবাদ সম্মেলনে বলেছেন, যুক্তরাষ্ট্রে মানবাধিকার ও ধর্মীয় স্বাধীনতার পরিস্থিতি খুব খারাপ। যুক্তরাষ্ট্রের উচিত অন্য দেশের নামে মিথ্যা বলা বন্ধ করে নিজের সমস্যা সমাধানে মনোনিবেশ করা।

চাও বলেন, চীনের বিশাল শ্রমশক্তির অংশ হিসাবে, সিনচিয়াংয়ের সংখ্যালঘু শ্রমিকসহ সব নৃগোষ্ঠীর অধিকার আইন দ্বার সুরক্ষিত। তাদের রীতিনীতি, ধর্মীয় বিশ্বাস, ভাষা সবই আইন দিয়ে সুরক্ষিত। সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চল সরকার সব জাতি গোষ্ঠীর মানুষের কর্মসংস্থানের ইচ্ছাকে মেনে চলে ও সর্বাধিক কর্মসংস্থানের অধিকার রক্ষা করে। যুক্তরাষ্ট্রের কিছু লোক বার বার সিনচিয়াংয়ের জাতিগত সংখ্যালঘুদের 'যত্ন' নেওয়ার দাবি করেছেন, অন্যদিকে তারা সিনচিয়াংয়ে বিভিন্ন উদ্যোগ দমনের চেষ্টা করছে।

মুখপাত্র আরো বলেন, পম্পেওর মতো রাজনীতিবিদরা যত মিথ্যাই বলুক না কেন, সিনচিয়াংয়ের সমৃদ্ধি ও স্থিতিশীলতা বন্ধ হবে না এবং চীনের অগ্রগতি থামবে না।

(জিনিয়া/তৌহিদ/শুয়েই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040