উহানের রকেট শিল্প উদ্যান এক বছরে প্রায় দু'শ উপগ্রহ তৈরির ক্ষমতা অর্জন করবে
  2020-10-20 16:22:59  cri
অক্টোবর ২০: উহানের জাতীয় স্পেস বেসের স্যাটেলাইট শিল্প উদ্যানের প্রথম পর্বের প্রকল্প ২০২০ সালের শেষ দিকে এক বছরের মধ্যে এক থেকে ২০১ টনেরও কম ওজনের সাধারণ উপগ্রহ তৈরির ক্ষমতা অর্জন করবে।

গতকাল (সোমবার) চায়না এরোস্পেস বিজ্ঞান ও শিল্প কর্পোরেশনের চিফ টেকনোলজিস্ট ফু চি মিন উহান শহরে অনুষ্ঠিত চীনের ষষ্ঠ আন্তর্জাতিক বাণিজ্যিক স্পেস সামিট ফোরামে একথা বলেছেন। তিনি বলেন, উহান জাতীয় স্পেস বেসের স্যাটেলাইট শিল্প উদ্যানের নির্মাণ কাজ শেষ হলে ব্যাপক বাণিজ্যিক স্পেস শিল্পপ্রতিষ্ঠানের কাছে উন্মুক্ত করা যাবে।

(লিলি/তৌহিদ/শুয়েই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040